রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

‘মিডিয়ার সৌজন্যে ১৬ মাস ধরে অন্তঃসত্ত্বা’, গুঞ্জনের কড়া জবাব সোনাক্ষীর

প্রযোজক রমেশ তৌরানির দিওয়ালি পার্টিতে ঢিলেঢালা একটি আনারকলি পোশাকে দেখা যায় সোনাক্ষীকে। সেই পার্টিতে তাঁর স্বামী জাহির ইকবাল মজা করে তাঁর পেটে হাত রাখেন, যা ক্যামেরায় ধরা পড়তেই ভাইরাল হয়ে যায়। এরপরই সামাজিক মাধ্যমে ‘অন্তঃসত্ত্বা সোনাক্ষী’ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বিয়ের পর থেকেই মা হওয়ার গুঞ্জন যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার। গত বছরের ২৩ জুন জাহির ইকবালকে বিয়ে করার পর, ১৬ মাস ধরেই চলছে এই জল্পনা। সম্প্রতি এক দিওয়ালি পার্টিতে ঢিলেঢালা পোশাক পরায়, সেই গুঞ্জন আবারও জোরালো হয়। অবশেষে, এই লাগাতার চর্চায় বিরক্ত হয়ে, কড়া এবং ব্যঙ্গাত্মক জবাব দিলেন ‘দাবাং’ খ্যাত এই অভিনেত্রী।

সম্প্রতি, প্রযোজক রমেশ তৌরানির দিওয়ালি পার্টিতে ঢিলেঢালা একটি আনারকলি পোশাকে দেখা যায় সোনাক্ষীকে। সেই পার্টিতে তাঁর স্বামী জাহির ইকবাল মজা করে তাঁর পেটে হাত রাখেন, যা ক্যামেরায় ধরা পড়তেই ভাইরাল হয়ে যায়। এরপরই সামাজিক মাধ্যমে ‘অন্তঃসত্ত্বা সোনাক্ষী’ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়।

এই বিতর্ক থামাতেই, গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে সোনাক্ষী সিনহা ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন। তিনি লেখেন, “মানুষের ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! মিডিয়ার সৌজন্যে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয় বিশ্বরেকর্ড করে ফেললাম!”

তিনি আরও জানান, একটি ছবিতে তিনি পেটে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন, আর সেই ছবিকেই ভুল ব্যাখ্যা করে তাঁর মা হওয়ার ভুয়া খবর ছড়ানো হচ্ছে।

সবশেষে, স্বামী জাহির ইকবালের সঙ্গে দিওয়ালি উদযাপনের হাসিখুশি ছবি শেয়ার করে, সোনাক্ষী বুঝিয়ে দেন, তাঁরা আপাতত দাম্পত্য জীবনই উপভোগ করছেন এবং মা হওয়ার খবরটি নিছকই গুজব।

বাংলাফ্লো/এফআইআর 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0