মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

আবারও সহকর্মীকে নিয়ে আলোচনায় পরীমনি

হাত ধরে একটি ভিডিও করে পরীমনি ক্যাপশনে লিখেছিলেন, “হ্যাঁ! আমি আবারও প্রেমে পড়েছি।” সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পর তুমুল শোরগোল পড়ে গিয়েছিল।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি আবারও তাঁর এক সহকর্মীকে নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। সম্প্রতি সমুদ্রবিলাসে গিয়ে তিনি তাঁর কস্টিউম ডিজাইনার, মো. গোলাম হোসেনের সঙ্গে একটি খুনসুটির ভিডিও প্রকাশ করেন। কিন্তু ভিডিওতে তাঁদের ‘অন্তরঙ্গ’ ভঙ্গি এবং ক্যাপশনে গোলাম হোসেনকে ‘ভাই’ সম্বোধন করা নিয়ে নেটিজেনদের একাংশ তীব্র সমালোচনা করছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, পরীমনি তাঁর সহকর্মী গোলাম হোসেনের কাঁধে হাত রেখে তাঁকে জড়িয়ে ধরেছেন এবং দুজনেই ক্যামেরার দিকে তাকিয়ে উচ্ছ্বসিতভাবে পোজ দিচ্ছেন। পরীমনি ভিডিওটির ক্যাপশনে শুধু একটি শব্দ লিখেছেন— “ভাই”।

‘ভাই’ সম্বোধন করে এমন ‘অন্তরঙ্গ’ ভঙ্গিতে ছবি দেওয়ায় অনেকেই বিষয়টিকে ভালোভাবে নেননি এবং নানা ধরনের তির্যক মন্তব্য করছেন।

তবে গোলাম হোসেনকে নিয়ে পরীমনির এমন কাণ্ড প্রথম নয়। এর আগেও একবার, গাড়িতে চড়ে যাওয়ার সময় গোলাম হোসেনের হাত ধরে একটি ভিডিও করে পরীমনি ক্যাপশনে লিখেছিলেন, “হ্যাঁ! আমি আবারও প্রেমে পড়েছি।” সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পর তুমুল শোরগোল পড়ে গিয়েছিল। পরে অবশ্য পরীমনি জানিয়েছিলেন, ওটি ছিল শুধুমাত্র একটি ‘প্র্যাঙ্ক’।

এ ছাড়াও, সম্প্রতি ছেলে পদ্মর জন্মদিনের অনুষ্ঠানেও পরীমনি গোলাম হোসেনের সঙ্গে জুটি বেঁধে নেচেছিলেন, যা নিয়েও মৃদু আলোচনার জন্ম হয়েছিল।

সব মিলিয়ে, পরীমনি যেখানেই যান, সেখানেই তাঁর এই প্রিয় সহকর্মীকে সঙ্গে রাখেন। তাঁদের মধ্যকার সম্পর্কটি নিছকই বন্ধুত্ব এবং পেশাগত হলেও, পরীমনির খোলামেলা উপস্থাপন বারবারই সামাজিক মাধ্যমে আলোচনার খোরাক জোগাচ্ছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0