বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

মালয়েশিয়ায় পরীমণি ,তাপ ছড়াচ্ছে ফেসবুকে

সাদা টাওয়েল জ্যাকেট ও কালো ইনারে এক স্টাইলিশ এবং ভিন্নধর্মী লুকে ধরা দিয়েছেন নায়িকা।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: কাজের সূত্রে বেশ কয়েকদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ‘উইজার্ড শোবিজ’-এর আয়োজনে একটি অনুষ্ঠানে অংশ নিতে তিনি উড়াল দেন মালয়েশিয়ায়। এই সফরে তাঁর সঙ্গে রয়েছে একমাত্র আদরের ছেলে পদ্ম। দেশ ছাড়ার পর থেকেই ভ্রমণের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি, তবে রোববার (৬ জুলাই) রাতে তাঁর পোস্ট করা কিছু ছবি সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে।

ভাইরাল ছবিতে নতুন রূপের পরী: মালয়েশিয়ার রাজধানী শহর কুয়ালালামপুরের এক আকাশচুম্বী ভবনের সামনে তোলা একগুচ্ছ ছবি ফেসবুকে পোস্ট করেন পরীমণি। ছবিগুলোতে দেখা যায়, সাদা টাওয়েল জ্যাকেট ও কালো ইনারে এক স্টাইলিশ এবং ভিন্নধর্মী লুকে ধরা দিয়েছেন নায়িকা। খোলা চুলে চোখ বন্ধ করে তিনি যেন আকাশের দিকে মুখ তুলে শহরের ব্যস্ততা ও প্রকৃতিকে একান্তে অনুভব করছেন। তাঁর এই অন্যরকম রূপ দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা।

পোস্টটি করার সঙ্গে সঙ্গেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে। মাত্র ১৫ ঘণ্টার মধ্যে ছবিগুলোতে প্রতিক্রিয়া পড়েছে ৭৫ হাজারের বেশি এবং মন্তব্য জমা পড়েছে ৯ হাজারের বেশি। ভক্তরা মন্তব্যঘরে তাঁর সৌন্দর্য ও সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ।

কাজের ফাঁকে মা-ছেলের আনন্দঘন মুহূর্ত: ‘উইজার্ড শোবিজ’-এর অনুষ্ঠানে যোগ দিতে মালয়েশিয়ায় গেলেও, পরীমণি তাঁর পুরো সময়টাই কাজে ব্যয় করছেন না। বরং কাজের ফাঁকে তিনি भरपूर সময় দিচ্ছেন একমাত্র ছেলে পদ্মকে। এর আগে তিনি মালয়েশিয়ার রাস্তায় ছেলের হাত ধরে হাঁটার এবং হোটেলে কাটানো আনন্দঘন মুহূর্তের ছবিও প্রকাশ করেছিলেন, যা ভক্তদের কাছে প্রশংসিত হয়। একজন কর্মজীবী মা হিসেবে কাজ এবং মাতৃত্ব— দুটোকেই যে তিনি সমানতালে সামলাচ্ছেন, তা তাঁর এই ভ্রমণেই স্পষ্ট।

সব মিলিয়ে, পরীমণি আরও একবার প্রমাণ করলেন, তিনি শুধু একজন অভিনেত্রীই নন, একজন ফ্যাশন আইকন এবং একজন দায়িত্বশীল মা-ও। তাঁর জীবনের প্রতিটি মুহূর্তের ঝলক তিনি যেভাবে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন, তা-ই তাঁকে অন্যদের থেকে আলাদা এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0