জেলা প্রতিনিধি
ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে চলমান আন্দোলন এবং সহিংসতা এবার নতুন মোড় নিয়েছে। একদিকে, ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) এই আন্দোলনকে ‘জনগণের আন্দোলন’ হিসেবে আখ্যায়িত করে, সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। অন্যদিকে, ঢাকা রেঞ্জের ডিআইজি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “যারা ফ্যাসিস্ট, তাদের আমরা অবশ্যই আইনের আওতায় আনব।”
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, ভাঙ্গার দুটি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করায় সাধারণ জনগণ বিক্ষোভ করছে, যার ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। তিনি উল্লেখ করেন, গত ১৫ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, থানা, সরকারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
চিঠিতে তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতির আশঙ্কা প্রকাশ করে, আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ আসনেই অন্তর্ভুক্ত করার বিষয়টি পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানান।
সোমবার রাতে, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ভাঙ্গায় হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সরকারি অফিস-আদালত পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “যারা ফ্যাসিস্ট, তাদের আমরা অবশ্যই আইনের আওতায় আনব। ইতোমধ্যে আমি তাদের গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছি।”
এরই মধ্যে, আন্দোলনকারীদের পক্ষ থেকে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মোল্লা একটি ‘সভ্য মীমাংসার’ আহ্বান জানিয়ে পাঁচটি দাবি তুলে ধরেছেন। দাবিগুলো হলো: ১. আলগী এবং হামিরদী ইউনিয়নকে পুনরায় ভাঙ্গার সঙ্গে সংযুক্ত করা। ২. আটক চেয়ারম্যানসহ সকলকে মুক্তি দেওয়া। ৩. নিরীহ জনগণের ওপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করা।৪. নতুন কোনো মামলা না দেওয়া। ৫. রাতে প্রশাসন দিয়ে হয়রানি বন্ধ করা।
আজ, মঙ্গলবার সকালে ভাঙ্গার মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক থাকলেও, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাজারের বেশিরভাগ দোকানপাট বন্ধ এবং গ্রেপ্তার আতঙ্কে অনেকেই বাড়ি ছেড়েছেন বলে জানা গেছে।
সব মিলিয়ে, ভাঙ্গার পরিস্থিতি এখন অত্যন্ত জটিল। একদিকে যেমন স্থানীয় প্রশাসন সমাধানের জন্য নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে, তেমনই অন্যদিকে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0