বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

মানুষের মন ভালো নেই, তাই গান মুক্তি দিচ্ছেন না ঐশী

গত ঈদের পর থেকে তিনি দেশ-বিদেশে বেশ কয়েকটি সফল শো করেছেন।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বর্তমান প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ফাতিমা তুয-যাহরা ঐশী এখন স্টেজ শো এবং নতুন মৌলিক গান নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। তবে তৈরি হয়ে থাকা সত্ত্বেও, তিনি এখনই তাঁর নতুন গানগুলো মুক্তি দিতে চান না। দেশের সাম্প্রতিক দুর্ঘটনা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে মানুষের মন ভালো না থাকায়, একজন দায়িত্বশীল শিল্পী হিসেবে তিনি অপেক্ষা করতে চান উপযুক্ত সময়ের জন্য।

ঐশী জানান, তাঁর হাতে বর্তমানে ৫-৬টি নতুন মৌলিক গান সম্পন্ন হয়ে আছে। কিন্তু সেগুলো মুক্তি দেওয়ার জন্য তিনি তাড়াহুড়ো করতে নারাজ। তিনি বলেন, “দুর্ঘটনাসহ নানা কারণে মানুষের মন খারাপ থাকছে। এমন পরিস্থিতি কেউ গান শুনতে চাইবেন না। তবে ভালো সময়ে দেখে একে একে গানগুলো মুক্তি দিব।”

ঐশী জানালেন, তিনি লোকগান নিয়ে একটি বড় পরিকল্পনা করেছেন। তাঁর ভাষায়, “লোকগান হচ্ছে আমাদের ঐতিহ্য। আমি এই গান নিয়ে বড় একটি পরিকল্পনা সাজিয়েছি। ফোক গানের বিশাল ভান্ডার থেকে প্রতি বছর কিছু গান বাছাই করে নতুন সংগীতায়োজনে কণ্ঠ দেব। এই চর্চা অব্যাহত থাকবে।”

এরই মধ্যে তিনি মেহেদী মোহসীনের কথায় এবং সেতু চৌধুরীর সংগীতায়োজনে একটি ফোক ও রক প্যাটার্নের ভিন্নধর্মী গান করেছেন, যা সিএমভির ব্যানারে প্রকাশিত হবে।

বছরের এই সময়ে স্টেজ শো কম থাকলেও, ঐশী জানান, গত ঈদের পর থেকে তিনি দেশ-বিদেশে বেশ কয়েকটি সফল শো করেছেন। তিনি বলেন, “স্টেজ শো আমি ভীষণ উপভোগ করি। এখানে সরাসরি দর্শকদের প্রতিক্রিয়া জানার সুযোগ থাকে।”

এ ছাড়া, কয়েক মাস আগে তিনি ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নির্মিত ‘আমলনামা’ সিনেমায় একটি গানে কণ্ঠ দিয়েছেন এবং নতুন আরও একটি সিনেমায় প্লে-ব্যাক করার বিষয়ে কথা চলছে।

সব মিলিয়ে, ঐশী শুধু একজন জনপ্রিয় গায়িকাই নন, বরং একজন চিন্তাশীল শিল্পী, যিনি তাঁর কাজের মাধ্যমে ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি সময়ের চাহিদাকেও গুরুত্ব দেন।

বাংলাফ্লো/এইচএম  

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0