এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: তিনি ছিলেন তাঁর সময়ের অন্যতম গ্ল্যামারাস, সাহসী এবং জনপ্রিয় নায়িকা। কিন্তু খ্যাতির সেই আলোর নিচেই ছিল মানসিক অসুস্থতা এবং নিরাপত্তাহীনতার এক গভীর অন্ধকার। প্রয়াত অভিনেত্রী পারভিন ববির সেই অজানা সংগ্রামের কথাই সম্প্রতি এক সাক্ষাৎকারে তুলে ধরলেন তাঁর একসময়ের প্রেমিক, কিংবদন্তি অভিনেতা কবির বেদি। সিদ্ধার্থ কাননের সঙ্গে এই আলাপচারিতায় তিনি তাঁদের জটিল সম্পর্ক এবং পারভিনের জীবনের না বলা কথাগুলো অকপটে প্রকাশ করেছেন।
মানসিক স্বাস্থ্যের সঙ্গে লড়াই: কবির বেদি জানান, পারভিনের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরই তিনি তাঁর মানসিক স্বাস্থ্যের জটিলতা সম্পর্কে জানতে পারেন। পারভিনের সবচেয়ে বড় ভয় ছিল, যদি ইন্ডাস্ট্রিতে কেউ তাঁর এই অসুস্থতার কথা জেনে ফেলে, তাহলে তাঁকে আর কেউ কাজ দেবে না। কবির বলেন, “আমি যখন লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিই, পারভিনও আমার সঙ্গে গিয়েছিলেন। আমি চেয়েছিলাম তিনি চিকিৎসা নিক, কিন্তু তিনি চাননি কোনো ডাক্তার তাঁর এই অবস্থা জানুক।” ক্যারিয়ার হারানোর এই ভয় পারভিন ববিকে তাঁর অসুস্থতার কথা আজীবন লুকিয়ে রাখতে বাধ্য করেছিল।
ইতালির পার্টিতে অপমান: তাঁদের সম্পর্কের টানাপোড়েনের এক বাস্তব চিত্র তুলে ধরে কবির বেদি এক বিশেষ ঘটনার কথা উল্লেখ করেন। ইউরোপ সফরের সময় ইতালির কিংবদন্তি অভিনেত্রী জিনা ললোব্রিগিদার এক পার্টিতে গিয়েছিলেন তাঁরা। কবির জানান, পার্টিতে জিনা পারভিনকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে শুধু তাঁর সঙ্গেই কথা বলছিলেন, এমনকি তাঁর সঙ্গে নাচেনও।
পরিস্থিতি আরও জটিল হয় ডিনারের সময়। কবির বলেন, “ডিনারে জিনা পারভিনকে উদ্দেশ করে বলেন, ‘তুমি এখানে কী করছ?’ পারভিন জবাব দেন, ‘না। আমি এখানে আমার প্রেমিকের সঙ্গে এসেছি।’” এই ঘটনায় অপমানিত বোধ করে পারভিন সঙ্গে সঙ্গে ডিনার ছেড়ে বেরিয়ে যান। কবির বেদিও তাঁর প্রিয় মানুষকে অপমানের হাত থেকে বাঁচাতে পার্টি ছেড়ে তাঁর সঙ্গে বেরিয়ে আসেন।
‘অমর আকবর অ্যান্থনি’ এবং প্রত্যাবর্তন: কবির বেদি আরও জানান, একটা সময় পারভিন যখন তাঁর ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন নিয়ে এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে, তিনি ভারত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেন। ঠিক তখনই মনমোহন দেশাইয়ের সিনেমা ‘অমর আকবর অ্যান্থনি’ মুক্তি পায় এবং বক্স অফিসে ইতিহাস তৈরি করে। ছবির এই বিশাল সাফল্যের পর পারভিন আবারও আত্মবিশ্বাস ফিরে পান এবং ভারতে থেকেই সিনেমায় অভিনয় চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
সব মিলিয়ে, কবির বেদির এই স্মৃতিচারণা পারভিন ববির জীবনের এক অন্য অধ্যায়কে দর্শকদের সামনে নিয়ে এলো, যেখানে খ্যাতির আড়ালে লুকিয়ে ছিল এক শিল্পীর ব্যক্তিগত যন্ত্রণা, সংগ্রাম এবং টিকে থাকার লড়াই।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0