রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

পাপুয়া নিউগিনির প্রথম অস্কার এন্ট্রি, নায়িকা ঋতাভরী!

২০১৫ সালে একটি চলচ্চিত্র উৎসবে পরিচালক বিজুকুমার দামোদরনের সঙ্গে তাঁর আলাপ হয়। তখন তিনি পরিচালককে মজা করে বলেছিলেন, “আমাকে সিনেমায় না নিলে কেরালায় গিয়ে খুন করে আসব।” ঋতাভরী বলেন, “উনি কথা রেখেছেন। যদিও সেদিন মজা করে বলেছিলাম।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বিশ্বের দুই প্রান্তকে যেন এক সুতোয় বাঁধলেন বাঙালি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনি প্রথমবারের মতো অস্কারের দৌড়ে নিজেদের সিনেমা পাঠাচ্ছে। আর সেই ঐতিহাসিক সিনেমার, ‘পাপা বুকা’-র, অন্যতম প্রধান মুখ হলেন ঋতাভরী। ভারত ও পাপুয়া নিউগিনির যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঋতাভরী জানিয়েছেন এই সিনেমায় সুযোগ পাওয়ার এক মজার গল্প। তিনি বলেন, ২০১৫ সালে একটি চলচ্চিত্র উৎসবে পরিচালক বিজুকুমার দামোদরনের সঙ্গে তাঁর আলাপ হয়। তখন তিনি পরিচালককে মজা করে বলেছিলেন, “আমাকে সিনেমায় না নিলে কেরালায় গিয়ে খুন করে আসব।” ঋতাভরী বলেন, “উনি কথা রেখেছেন। যদিও সেদিন মজা করে বলেছিলাম।”

সিনেমায় ঋতাভরী একজন বাঙালি ইতিহাস চর্চাকারীর চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে তিনটি মূল চরিত্র রয়েছে— একজন মালয়ালি, একজন পাপুয়া নিউগিনির এবং ঋতাভরীর বাঙালি চরিত্রটি। আশ্চর্যের বিষয় হলো, হিন্দি ও ইংরেজি সংস্করণে নির্মিত এই ছবিতে তিনি বাংলাতেই কথা বলেছেন। কারণ, পরিচালক মনে করেছেন, যখন তাঁর চরিত্রটি বাংলায় লেখা কোনো চিঠি পড়ছে, তখন সেটি অন্য ভাষায় পড়াটা বেমানান।

বাংলা সিনেমায় তাঁর উপস্থিতি কমছে কি না, এই প্রশ্নের জবাবে ঋতাভরী বলেন, “আমি একটা সীমায় নিজেকে বেঁধে রাখতে চাই না। আমি ভালো সিনেমা করতে চাই। আমি দক্ষিণী সিনেমা, বহু হিন্দি সিনেমার প্রস্তাব ফিরিয়েছি। কারণ সেগুলোর প্রত্যেকটাই খারাপ। ...শুধু প্রচারে থাকতে সিনেমা করতে চাই না।”

সবশেষে তিনি বাংলা ইন্ডাস্ট্রির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “জাতীয় স্তরে কিংবা আন্তর্জাতিক স্তরে আমি যে কাজ পাচ্ছি, তার কারণটা কিন্তু সেই বাংলা ছবিই।” ঋতাভরীর এই আন্তর্জাতিক সাফল্য বাংলা সিনেমার জন্যও এক বড় গর্বের মুহূর্ত।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0