এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ঐতিহাসিক ওয়েস্টগেট রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোতে অনুষ্ঠিত হয়ে গেল বিবাহিত নারীদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিসেস আমেরিকা ২০২৫’। এবারের আসরে বিজয়ীর মুকুট মাথায় তুলেছেন জর্জিয়ার প্রতিযোগী পেইজ ইউইং। গতবারের বিজয়ী হান্নাহ ওয়াইজ তাঁকে জয়ের মুকুট পরিয়ে দেন।
২৫ আগস্ট থেকে শুরু হওয়া এই সপ্তাহব্যাপী আয়োজনে মোট তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মিসেস আমেরিকা ২০২৫: জর্জিয়ার পেইজ ইউইং।
মিসেস আমেরিকান ২০২৫: ম্যাসাচুসেটসের টিফানি থর্নটন।
মিস ফর আমেরিকা স্ট্রং (অবিবাহিতদের জন্য): টেক্সাসের লায়েশা ব্রিউয়ার।
এই প্রতিযোগিতার প্রধান দুই বিজয়ী, পেইজ ইউইং এবং টিফানি থর্নটন, উভয়েই আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ‘মিসেস ওয়ার্ল্ড ২০২৬’ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করবেন।
‘মিসেস আমেরিকা’ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিবাহিত হওয়া বাধ্যতামূলক। তবে এই প্রতিযোগিতার একটি বিশেষ নিয়ম হলো, যদি বিজয়ী তাঁর রাজত্বকালে কোনো কারণে বিবাহবিচ্ছেদ করেন, তবে তাঁকে তাঁর মুকুট ফিরিয়ে দিতে হয় এবং রানারআপকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
১৯৩৮ সাল থেকে চলে আসা এই আয়োজনটির মূল লক্ষ্য হলো, যুক্তরাষ্ট্রের গুণী এবং প্রতিভাবান বিবাহিত ও অবিবাহিত নারীদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0