এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: হলিউডে নেমে এলো আরও এক শোকের ছায়া। অস্কারজয়ী কিংবদন্তি অভিনেত্রী ডায়ান কিটন আর নেই। ৭৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক ডরি র্যাথ মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে এই দুঃসংবাদটি নিশ্চিত করেছেন। তবে তাঁর মৃত্যুর কারণ জানানো হয়নি।
১৯৪৬ সালে লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করা ডায়ান কিটন, ১৯৭০-এর দশকে ফ্রান্সিস ফোর্ড কপোলার কালজয়ী সিনেমা ‘দ্য গডফাদার’-এ ‘কে অ্যাডামস কর্লিওনে’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। তবে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বীকৃতি আসে ১৯৭৭ সালের ‘অ্যানি হল’ সিনেমার জন্য। এই ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তিনি ১৯৭৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জিতে নেন।
এ ছাড়াও, ‘ফাদার অব দ্য ব্রাইড’ এবং ‘ফার্স্ট ওয়াইভস ক্লাব’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শক ও সমালোচকদের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নিয়েছিলেন।
অভিনয়ের পাশাপাশি, ডায়ান কিটন একজন দক্ষ পরিচালকও ছিলেন। ১৯৮৭ সালে ‘হেভেন’ নামে একটি তথ্যচিত্রের মাধ্যমে তিনি পরিচালনায় আত্মপ্রকাশ করেন। তাঁর পরিচালিত ‘আনস্ট্রাং হিরোজ’ কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছিল এবং ২০০০ সালে তিনি ‘হ্যাংগিং আপ’ নামে একটি কমেডি-ড্রামা নির্মাণ করেন, যেখানে তিনি নিজেও অভিনয় করেছিলেন।
ডায়ান কিটনের মৃত্যুতে হলিউডে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহ-অভিনেত্রী বেট মিডলার শোক প্রকাশ করে লিখেছেন, “অসাধারণ, মেধাবী ও অনন্য ডায়ান কিটন আর নেই। তার চলে যাওয়া আমাদের জন্য এক গভীর শোক। তিনি ছিলেন নিঃস্বার্থ, হাস্যরসিক এবং সম্পূর্ণ মৌলিক।”
বাংলাফ্লো/এফআইআর
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0