মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

পর্দার বন্ধুত্ব গড়াল পরিণয়ে, বিয়ে করছেন অন জু ওয়ান ও ব্যাং মিনা

২০১৬ সালে সিবিসি-এর জনপ্রিয় ড্রামা ‘বিউটিফুল গং সিম’-এর সেটে তাঁদের প্রথম পরিচয় হয়। পর্দায় তাঁদের রসায়ন যেমন নজর কেড়েছিল, তেমনি পর্দার বাইরেও তাদের মধ্যে গড়ে ওঠে এক গভীর বন্ধুত্ব।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতে যেন এক কে-ড্রামার গল্প বাস্তবে রূপ নিল। দীর্ঘদিনের বন্ধুত্ব আর গোপন প্রেমের পর অবশেষে এক হচ্ছেন জনপ্রিয় অভিনেতা অন জু ওয়ান এবং কে-পপ তারকা ও অভিনেত্রী ব্যাং মিনা। কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই এই তারকা জুটি জানিয়েছে, চলতি বছরের নভেম্বরেই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তাঁদের এই আকস্মিক ঘোষণায় ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে।

যেভাবে প্রেমের শুরু: তাঁদের এই প্রেমের গল্প অনেকটা সিনেমার চিত্রনাট্যের মতোই। ২০১৬ সালে সিবিসি-এর জনপ্রিয় ড্রামা ‘বিউটিফুল গং সিম’-এর সেটে তাঁদের প্রথম পরিচয় হয়। পর্দায় তাঁদের রসায়ন যেমন নজর কেড়েছিল, তেমনি পর্দার বাইরেও তাদের মধ্যে গড়ে ওঠে এক গভীর বন্ধুত্ব। এরপর ২০২১ সালে ‘দ্য ডেজ’ নামের একটি মিউজিক্যালে একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের সম্পর্ক আরও গভীর হয় এবং ধীরে ধীরে তা ভালোবাসায় রূপ নেয়। দীর্ঘ সময় ধরে তাঁরা এই সম্পর্ক লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন, যা তাঁদের বিয়ের ঘোষণাকে আরও চমকপ্রদ করে তুলেছে।

এজেন্সির আনুষ্ঠানিক ঘোষণা: উভয়ের এজেন্সি পৃথক বিবৃতির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে। অন জু ওয়ানের এজেন্সি ‘হেওয়াদাল এন্টারটেইনমেন্ট’ জানিয়েছে, “দীর্ঘদিনের সম্পর্কের পর তারা জীবনের বাকি সময়টা একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।” অন্যদিকে, মিনার এজেন্সি ‘এসএম সিঅ্যান্ডসি’ বলেছে, “দুজনের পরিচয় বহুদিনের, ধীরে ধীরে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। এবার তাঁরা নতুন এক যাত্রা শুরু করতে চলেছেন।” জানানো হয়েছে, দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে ঘরোয়া আয়োজনেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

বিয়ের পরও ক্যারিয়ার চলবে: ভক্তদের জন্য বড় সুখবর হলো, বিয়ের পরও এই ‘পাওয়ার কাপল’ তাঁদের অভিনয় ক্যারিয়ার সমানতালে চালিয়ে যাবেন। ২০১০ সালে কে-পপ গ্রুপ ‘গার্লস ডে’-এর মাধ্যমে আত্মপ্রকাশ করা মিনা এখন অভিনয়েও বেশ সফল। অন্যদিকে, অন জু ওয়ান ২০০২ সাল থেকে সিনেমা ও ড্রামায় অভিনয়ের মাধ্যমে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। দুই দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে থাকা এই দুই তারকার বিয়ে এবং একই সাথে ক্যারিয়ার চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভক্ত ও সহকর্মীরা।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0