বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

নিসা দেবগনের বলিউড ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মা কাজল

তারকা-সন্তান হওয়ার কারণে তাঁকে যে প্রতিনিয়ত আতস কাচের তলায় থাকতে হয়, সেই বিষয়ে কাজল তাঁর সন্তানদের বরাবরই সচেতন করেছেন।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: শাহরুখ-কন্যা সুহানা খান, সাইফ-কন্যা সারা আলি খান কিংবা চাঙ্কি-কন্যা অনন্যা পান্ডে— বলিউডের তারকা সন্তানদের অনেকেই এখন রুপালি পর্দায়। কিন্তু এই তালিকায় কি নাম লেখাবেন অজয় দেবগণ ও কাজলের মেয়ে নিসা দেবগন? দীর্ঘদিন ধরেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ভক্তদের মনে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন মা কাজল নিজেই। তিনি জানিয়েছেন, তাঁর ২২ বছর বয়সী মেয়ে নিসা এখনই বলিউডে আসতে চান না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন, “আমার মেয়ে ২২-এ পা দিয়েছে। ইতোমধ্যে ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে, বলিউডে ও এখনই আসতে চায় না।” যদিও ভবিষ্যতে নিসা কোন পেশা বেছে নেবেন, সেই বিষয়ে তিনি কিছুই জানাননি।

নিসা দেবগন এখনও সিনেমায় পা না রাখলেও, তিনি প্রায়শই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিভিন্ন সময় পার্টিতে তাঁর উপস্থিতি এবং পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র কটাক্ষ এবং সমালোচনার শিকার হতে হয়েছে তাঁকে।

তারকা-সন্তান হওয়ার কারণে তাঁকে যে প্রতিনিয়ত আতস কাচের তলায় থাকতে হয়, সেই বিষয়ে কাজল তাঁর সন্তানদের বরাবরই সচেতন করেছেন। তিনি বলেন, “আমি ওদের বলি— তুমি মন্দিরে গেলেও লোকে কথা বলবে। আবার ক্লাবে গেলেও কিছু লোক নিন্দা করবে। কারণ তোমরা অভিনেতা পরিবারের সন্তান। এসব কথা ভেবে মাথা খারাপ করার কোনো মানে নেই।”

অনেকেই মনে করছেন, এই লাগাতার সমালোচনা এবং ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়ার কারণেই হয়তো নিসা দেবগন আপাতত বিনোদন জগতের আলোঝলমলে দুনিয়া থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0