বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

বুয়েটের কেউ আমাকে পাত্তা দিতো না—অপি করিম

‘ওরে বাবা! অপি করিম!’ একদম না। দাঁড়িয়েই গিয়েছি বেশির ভাগ দিন।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: তিনি একাধারে নন্দিত অভিনেত্রী, মডেল, নৃত্যশিল্পী, উপস্থাপক এবং স্থপতি। যাঁর হাসিতে মুগ্ধ হয় কোটি দর্শক, সেই অপি করিমকেই নাকি তাঁর নিজের বিশ্ববিদ্যালয় বুয়েটে কেউ পাত্তা দিতেন না! সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে নিজের ছাত্রজীবনের এই মজার এবং অজানা গল্পই শুনিয়েছেন তিনি।

অপি করিম জানান, তারকাখ্যাতি থাকা সত্ত্বেও, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ, বিশেষ করে তাঁর নিজের স্থাপত্যবিদ্যা বিভাগে, তিনি ছিলেন আর দশজন সাধারণ ছাত্রীর মতোই।

তিনি বলেন, “বুয়েটের কেউ আমাকে একদম পাত্তা দিতো না। আমাদের বাসার ঠিক উল্টো দিকে বুয়েটের বাসটা ছাড়ত। ...আমাকে কেউ কোনোদিন একবারও বলে নাই, ‘ওরে বাবা! অপি করিম!’ একদম না। দাঁড়িয়েই গিয়েছি বেশির ভাগ দিন।”

তিনি আরও যোগ করেন, “বুয়েটে আমার ডিপার্টমেন্টে, মামা থেকে শুরু করে টিচার, বন্ধু, সিনিয়র, জুনিয়র, কেউ আমাকে জীবনেও পাত্তা দেয়নি।” তবে অপি জানান, এই বিষয়টি তিনি উপভোগই করতেন এবং এটা তাঁর জন্য দরকারিও ছিল, কারণ এর ফলে তিনি সবসময় মাটির কাছাকাছি থাকতে পেরেছেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে র‍্যাপিড ফায়ার সেকশনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অপি করিম। সেখানে জানান, তাকে সবাই রাগী ভাবেন। তবে নিজেকে আত্মভোলা বলেন তিনি। খাবারের ক্ষেত্রে সাদা পোলাও বেশ পছন্দ অভিনেত্রীর। সব ধরনেরই খাবার খেতে খুব ভালোবাসেন তিনি। এ ছাড়া মাহফুজের সঙ্গে বেশি নাটকে কাজ করলেও পার্থ বড়ুয়ার সঙ্গেই তার জুটি দর্শক পছন্দ করেন বলে জানান অভিনেত্রী।


বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0