বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

একই পর্দায় নিশো ও চঞ্চল! রনির বাজি এবার ‘দম’ সিনেমায়

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এবং বড় ক্যানভাসের এই সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ঢালিউডে এই মুহূর্তের সবচেয়ে বড় চমক! দেশের অভিনয় জগতের দুই মহারথী, আফরান নিশো এবং চঞ্চল চৌধুরী, প্রথমবারের মতো এক হচ্ছেন বড় পর্দায়। ‘চোরাবালি’ খ্যাত নির্মাতা রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এ দেখা যাবে এই দুই শক্তিমান অভিনেতাকে। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এবং বড় ক্যানভাসের এই সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কাস্টিং নিয়ে জল্পনার অবসান: ২০২৩ সালের ডিসেম্বর মাসে যখন ‘দম’ সিনেমার ঘোষণা আসে, তখন পোস্টারে শুধুমাত্র চঞ্চল চৌধুরীর নাম ছিল। সম্প্রতি সিনেমাটিতে আফরান নিশোর যুক্ত হওয়ার খবর প্রকাশ্যে এলে প্রশ্ন ওঠে, তবে কি চঞ্চল চৌধুরী থাকছেন না? সব জল্পনার অবসান ঘটিয়ে পরিচালক রেদওয়ান রনি জানান, “সিনেমায় চঞ্চল চৌধুরী থাকছেন। অর্থাৎ আফরান নিশো ও চঞ্চল চৌধুরী– দুজনেই থাকছেন ’দম’ সিনেমায়।” এই ঘোষণার পর থেকেই দুই প্রিয় তারকাকে এক ফ্রেমে দেখার জন্য দর্শকদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে।

‘এমন গল্পের সিনেমা দেশে হয়নি’: ‘দম’ মূলত এক সাধারণ মানুষের প্রতিকূলতার বিরুদ্ধে জ্বলে ওঠার গল্প। নির্মাতা রেদওয়ান রনি বলেন, “অনেক বছর ধরে এমন গল্পই খুঁজছিলাম, বিশেষত চরিত্রটির মধ্যে এমন এক শক্তি আছে যা শুধু আমাকে না, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।”

ছবির গল্প নিয়ে দারুণ উচ্ছ্বসিত আফরান নিশোও। তিনি বলেন, “‘দম’ একটি সার্ভাইবাল ইনস্পিরেশনাল গল্পের সিনেমা হতে যাচ্ছে। আমার অভিনীত ‘সুড়ঙ্গ’, ‘দাগি’র মতো এটিও গল্প এবং পারফরম্যান্স নির্ভর। তবে আমি তো বলব, গত দুই সিনেমার চেয়েও অনেক বড় স্কেলের গল্প ‘দম’। আমার জীবনে দেশে এ ধরনের সিনেমা দেখিনি।”

অন্যদিকে, চঞ্চল চৌধুরী বলেন, “রনি পরিচালনায় ফিরছে, এটা একটা আনন্দের ব্যাপার। তার ‘দম’ সিনেমার গল্পটা অসাধারণ, খুবই চ‍্যালেঞ্জিং, আমার মনে হয় দর্শকরাও চমকে যাবেন।”

পেছনে বড় আয়োজন: সিনেমাটির প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছে এসভিএফ, আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকির মতো বড় প্রতিষ্ঠানগুলো, যা সিনেমাটির বিশাল আয়োজনের ইঙ্গিত দেয়। নির্মাতা জানিয়েছেন, সিনেমার নারী কেন্দ্রীয় চরিত্র এবং অন্যান্য শিল্পী নির্বাচন ও লোকেশন দেখার কাজ চলছে। খুব অল্প সময়ের মধ্যেই সিনেমাটির শুটিং শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

সব মিলিয়ে, একজন প্রশংসিত পরিচালকের প্রত্যাবর্তন, দেশের সেরা দুই অভিনেতার মেলবন্ধন এবং এক শক্তিশালী গল্প— এই তিনে মিলে ‘দম’ এখন বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমায় পরিণত হয়েছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0