মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

ভাসাভির নতুন ফটোশুটে নিরবের সঙ্গী নবাগতা ইভা

“ইভা নতুন মুখ হলেও সে বেশ সাবলীল। খুব দ্রুত ডিরেকশন ফলো করতে পারে।” নিরবের মতে, ইভা যদি মন দিয়ে কাজ করে, তাহলে শোবিজে খুব ভালো একটি অবস্থানে পৌঁছাতে পারবে।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ফ্যাশন ব্র্যান্ড ‘ভাসাভি’র শুভেচ্ছাদূত হিসেবে দীর্ঘদিন ধরেই কাজ করছেন জনপ্রিয় চিত্রনায়ক নিরব। বিভিন্ন সময়ে বাংলাদেশ ও কলকাতার প্রথম সারির নায়িকাদের সঙ্গে তাঁকে ব্র্যান্ডটির ফটোশুটে দেখা গেছে। তবে এবার তিনি হাজির হলেন এক সম্পূর্ণ নতুন মুখের সঙ্গে। নবাগতা মডেল ইভা চৌধুরীর সঙ্গে তিনি ‘ভাসাভি’র নতুন কালেকশনের একটি এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নিয়েছেন, যা প্রকাশিত হবে বাইফা (BIFA) ম্যাগাজিনের জন্য।

এই কাজটি নিয়ে উচ্ছ্বসিত নবাগত মডেল ইভা চৌধুরী। তিনি বলেন, “শোবিজের প্রতি তীব্র ভালোবাসা থেকেই মডেলিংয়ে আসা, ক্যারিয়ারের শুরুতেই ভাসাভির মতো জনপ্রিয় ব্র্যান্ডের মডেল হওয়া, জনপ্রিয় নায়ক নিরব ভাইয়ার সঙ্গে কাজ করা, ইমু হাশমি ভাইয়ার ডিরেকশন এবং বাইফা ম্যাগাজিনে জায়গা করে নেয়া—এই সবকিছু যেন স্বপ্নের মতো।” তিনি আরও জানান, ভালো প্রস্তাব পেলে তিনি অভিনয়েও নিয়মিত হতে চান।

নিরবও নবাগতা ইভার কাজে মুগ্ধ। তিনি বলেন, “ইভা নতুন মুখ হলেও সে বেশ সাবলীল। খুব দ্রুত ডিরেকশন ফলো করতে পারে।” নিরবের মতে, ইভা যদি মন দিয়ে কাজ করে, তাহলে শোবিজে খুব ভালো একটি অবস্থানে পৌঁছাতে পারবে।

এই বিশেষ ফটোশুটটির নির্দেশনা দিয়েছেন দেশের জনপ্রিয় ফ্যাশন কোরিওগ্রাফার ইমু হাশমি এবং মেকআপ করেছেন সাজ্জাদ হোসেন পিয়াস। একজন জনপ্রিয় নায়কের সঙ্গে একজন নবাগত মডেলের এই রসায়ন এবং বড় একটি প্ল্যাটফর্মে তাঁর আত্মপ্রকাশ— সবকিছু মিলিয়ে ইভা চৌধুরীর শুরুটা বেশ ধামাকাদারভাবেই হলো।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0