শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরে বাসচাপায় নিহত নওগাঁর ডিবির ওসি

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর পুলিশ লাইন্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

গাজীপুর: গাজীপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় নওগাঁ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ হাসান (৫২) নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী লতিফা জেসমিন (৪৮) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর পুলিশ লাইন্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজ হাসান রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা গ্রামের আক্তার হোসেনের ছেলে। তিনি নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি হিসেবে কর্মরত ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, জেলা পুলিশ লাইন্সের সামনে রাস্তা পারাপারের সময় একটি বাস চাপা দেয়। এতে মোস্তাফিজুর রহমান নামে নওগাঁ জেলা ডিবি পুলিশের ওসি মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে ওসি মোস্তাফিজ হাসান ও তার স্ত্রী লতিফা জেসমিন গাজীপুর জেলা পুলিশ লাইন্সের বিপরীত পাশে ব্যক্তিগত প্রাইভেট কার দাঁড় করিয়ে রাস্তা পার হয়ে পুলিশ লাইন্সের গেট সংলগ্ন দোকানে আসেন। পুলিশ লাইন্সের গেটের সামনের চান্দনা চৌরাস্তা-শিববাড়ি সড়ক পার হয়ে সড়কের অপর পাশে পার্কিং করে রাখা প্রাইভেট কারের দিকে যাওয়ার সময় চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়িগামী পথের সাথী পরিবহনের একটি বাস মোস্তাফিজ হাসান ও তার স্ত্রী চাপা দিলে তারা গুরুতর আহত হন।

তাৎক্ষণিক পুলিশ লাইন্সের সামনে থাকা পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। এ ঘটনায় চালকসহ বাসটিকে আটক করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মো. সাফিউল সারোয়ার বলেন, মোস্তাফিজ হাসান নওগাঁয় ডিবি পুলিশে কর্মরত ছিলেন। তিনি ছুটিতে স্বজনদের কাছে গিয়েছিলেন।

বাংলাফ্লো/এফএ

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0