বাংলাফ্লো প্রতিনিধি
রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর অবমাননা এবং তার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছে সরকার।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে এই ঘটনাকে ‘অমানবিক ও ঘৃণ্য কাজ’ হিসেবে আখ্যায়িত করা হয়। এতে বলা হয়েছে, এটি আমাদের সামাজিক মূল্যবোধ, আইন এবং ন্যায়সঙ্গত সমাজব্যবস্থার ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে না। আইনের শাসন সমুন্নত রাখা এবং জীবন ও মৃত্যুর মর্যাদা রক্ষায় সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার জনগণকে আশ্বস্ত করে বলছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনের ঊর্ধ্বে নয় এবং দায়ীদের অবশ্যই তাদের কাজের পরিণতি ভোগ করতে হবে।
এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সব নাগরিককে ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা এবং মর্যাদা, ন্যায়বিচার ও মানবতার নীতিকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে সরকার।
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0