বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আটজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে বিএনপি সমর্থক ওয়াহিদ মোল্লা গ্রুপের লোকজনের সঙ্গে একই এলাকার বিএনপি সমর্থক উজির আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
গুলিবিদ্ধরা হলেন, শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)। এর মধ্যে সোহেল ও লিটনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ গুলিবিদ্ধ রোগীদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় এখন পর্যন্ত আটজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের সবার বাসা মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায়। এর মধ্যে গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মাথায় আঘাত রয়েছে।
এদিকে, ওই এলাকায় রাজনৈতিক আধিপত্য নিয়ে তাদের মধ্যে পূর্ব বিরোধ চলছিল বলে স্থানীয় সূত্র দাবি করেছে। আর রাজনৈতিক ফায়দা নিচ্ছে কিছু লোকাল নেতা। সাধারণ মানুষ এ ধরনের হামলার থেকে মুক্তি চান।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম গণমাধ্যমকে বলেন, আমরা গুলিবিদ্ধের কোনো খবর পাইনি। তবে ওই এলাকায় ককটেল বিস্ফোরণে দুইজন আহত হয়েছে বলে শুনেছি তারা মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0