Logo

প্রয়াত সংগীত সাধক সুপ্রকাশ চাকী, শোকস্তব্ধ সংগীত মহল

তিনি শুধু একজন শিল্পীই ছিলেন না, ছিলেন একজন সফল শিক্ষকও। যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বাণীচক্রের মতো সংগীত শিক্ষায়তনে শিক্ষকতা করে তিনি বহু প্রতিভাবান শিল্পী গড়ে তুলেছেন, যাঁরা আজ সংগীত জগতে সুপ্রতিষ্ঠিত।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বাংলা সংগীত জগতের অন্যতম এক শ্রদ্ধেয় শিল্পী এবং শিক্ষক, সুপ্রকাশ চাকী আর নেই। রবিবার, ২৭ জুলাই, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে দক্ষিণ কলকাতার গড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর প্রয়াণে বাংলা সংগীত মহলে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রথাগত রাগসংগীত থেকে শুরু করে আধুনিক বাংলা গান— উভয় ধারাতেই সমান পারদর্শী ছিলেন সুপ্রকাশ চাকী। কয়েক দশক ধরে তিনি আকাশবাণী কলকাতার একজন নিয়মিত শিল্পী হিসেবে লক্ষ লক্ষ শ্রোতাকে মুগ্ধ করেছেন। তবে তিনি শুধু একজন শিল্পীই ছিলেন না, ছিলেন একজন সফল শিক্ষকও। যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বাণীচক্রের মতো সংগীত শিক্ষায়তনে শিক্ষকতা করে তিনি বহু প্রতিভাবান শিল্পী গড়ে তুলেছেন, যাঁরা আজ সংগীত জগতে সুপ্রতিষ্ঠিত।

গত বছর যখন সুপ্রকাশ চাকীর গুরুতর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে, তখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁর পাশে দাঁড়ানো হয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎকালীন সংগীত ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন, স্থানীয় বিধায়ক লাভলি মৈত্র এবং চেয়ারম্যান পল্লব কুমার দাস সরাসরি শিল্পীর বাড়িতে গিয়ে তাঁর এবং তাঁর পরিবারের খোঁজখবর নেন।

শুধু প্রশাসনিকভাবেই নয়, ব্যক্তিগতভাবেও এগিয়ে এসেছিলেন ইন্দ্রনীল সেন। তিনি শিল্পীর হাতে তাঁর ব্যক্তিগত সঞ্চয় থেকে ১ লক্ষ টাকা তুলে দিয়েছিলেন, যা ছিল একজন গুণী শিল্পীর প্রতি তাঁর গভীর শ্রদ্ধার নিদর্শন।

সুপ্রকাশ চাকীর মৃত্যুতে কলকাতাসহ বাংলা সংগীত জগৎ একজন অভিভাবক এবং একনিষ্ঠ সাধককে হারাল, যাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0