বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

প্রেস ক্লাব মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সেন্টু গতকাল রাতে মোটরসাইকেল চালিয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে বাসায় ফিরছিল। সে সময় ইউটার্ন নিতে গেলে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: রাজধানীর শাহবাগ থানাধীন জাতীয় প্রেস ক্লাব মোড়ে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মৃতের নাম সেন্টু ইসলাম (৪৫)।

সেন্টু ইসলাম ঢাকার চকবাজারের ইসলামবাগের ঈদগা মাঠ এলাকার আলাউদ্দিন খালাসীরং ছেলে।

মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত একটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে রাত পৌনে ২টার দিকে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু আল আমিন জানান, সেন্টু গতকাল রাতে মোটরসাইকেল চালিয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে বাসায় ফিরছিল। সে সময় ইউটার্ন নিতে গেলে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসকে জানান সেন্টু আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গতরাতে মুমূর্ষ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাফ্লো/আফি

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0