শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

বিপুল ভোটে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন

কোয়াবের ১১টি পদে ১০টি পদে একক প্রার্থী থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: আজ অনুষ্ঠিত ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটের ব্যবধানের বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। 

কোয়াবের ১১টি পদে ১০টি পদে একক প্রার্থী থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে কেবল সভাপতি পদেই প্রতিদ্বন্দ্বিতা হয়। এই পদে লড়াই করেছেন সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ এবং ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। 

আজ দুপুর তিনটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকাল পাঁচটায় শেষ হয়। নির্বাচনের ফলাফলে দেখা যায়, মোহাম্মদ মিঠুন পেয়েছেন ১৫৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সেলিম শাহেদ পেয়েছেন মাত্র ৩৪ ভোট। এতে ১২০ ভোটের বিশাল ব্যবধানে কোয়াবের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিঠুন।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0