মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

৪৬ বছর পর পর্দায় এক সাথে মিঠুন-মমতা ,জানালেন বিয়ে ভাঙ্গার কারণ

“আমাদের যখন বিয়ের তারিখ পাকা হয় তখন ও (মিঠুন) ফাঁকা ছিল। সেভাবে কাজ আসছিল না। কিন্তু তারপরেই হঠাৎ একের পর এক মুম্বাইয়ে ওর কাজ আসা শুরু করে।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ১৯৭৬ সালে ‘মৃগয়া’ সিনেমায় তাঁদের রসায়ন দর্শককে মুগ্ধ করেছিল। পর্দার সেই প্রেম বাস্তবেও রূপ নিয়েছিল, এমনকি বিয়ের তারিখ পর্যন্ত চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কেন বিয়ে হলো না মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্করের,একটা কথা দীর্ঘ কয়েক দশক ধরে প্রচলিত ছিল যে, মুম্বাইয়ে অন্য নায়িকাদের সঙ্গে মিঠুনের সম্পর্কের কথা জানতে পেরেই মমতা বিয়ে ভেঙে দিয়েছিলেন। অবশেষে সেই গুঞ্জনের অবসান ঘটালেন অভিনেত্রী নিজেই, তিনি জানালেন, অন্য কোনো নারীর জন্য নয়, বরং মিঠুনের ক্যারিয়ারের ব্যস্ততার কারণেই তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মমতা শঙ্কর বলেন, “এটা ঠিক, সারিকা সহ বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে মিঠুনের সম্পর্কের কথা শোনা যাচ্ছিল সে সময়। আমি মুম্বাইয়ে গিয়ে জানতেও পেরেছিলাম। কিন্তু সে কারণে আমাদের বিয়ে ভাঙেনি।”

তিনি আসল কারণ হিসেবে বলেন, “আমাদের যখন বিয়ের তারিখ পাকা হয় তখন ও (মিঠুন) ফাঁকা ছিল। সেভাবে কাজ আসছিল না। কিন্তু তারপরেই হঠাৎ একের পর এক মুম্বাইয়ে ওর কাজ আসা শুরু করে। তখন ও বলেছিল সেই মুহূর্তে বিয়ে করতে পারবে না। দু’বছর অপেক্ষা করে যেতে। যেটা আমার পক্ষে সম্ভব হয়নি।”

রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা মমতা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কোনো ধরনের গসিপ চাননি, তাই তিনি সেই মুহূর্তে সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন।

তবে প্রেম ভেঙে গেলেও, তাঁদের বন্ধুত্ব আজও অটুট। মমতা শঙ্কর বলেন, “যা হয়েছে সব ভালোর জন্যই হয়েছে।” তাঁদের এই পরিণত সম্পর্কেরই প্রমাণ মিলেছে সাম্প্রতিক ব্লকবাস্টার সিনেমা ‘প্রজাপতি’-তে, যেখানে বহু বছর পর আবারও একসঙ্গে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন এই জুটি।


বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0