বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

কাজলকে ‘মোটা’ বলায় পাপারাজ্জিদের ওপর ক্ষুব্ধ মিনি মাথুর

আপনাদের কাছে চিরযৌবনা হয়ে থাকার প্রতিজ্ঞা তো করেননি কাজল। তাই ওঁকে দেখতে কেমন লাগবে, সেটা বলে দেওয়ার অধিকার আপনাদের নেই।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: সম্প্রতি ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’-এর প্রচার অনুষ্ঠানে কালো রঙের একটি চাপা পোশাক পরেছিলেন বলিউড অভিনেত্রী কাজল। কিন্তু সেই পোশাকের জন্য তাঁকে তীব্র বোডি শেমিং এবং কটাক্ষের শিকার হতে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ‘মোটা হয়ে গিয়েছেন’, ‘অন্তঃসত্ত্বা মনে হচ্ছে’— এমন নানা কুরুচিপূর্ণ মন্তব্যে ভরে যাচ্ছে তাঁর ছবির মন্তব্যের ঘরে । এই ঘটনায় এবার কাজলের পাশে দাঁড়িয়ে, পাপারাজ্জিদের উপর ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী মিনি মাথুর।

মিনি মাথুরের দাবি, পাপারাজ্জিরা ইচ্ছে করেই খুব কাছ থেকে বা জুম করে কাজলের ছবি তুলেছেন, যার ফলে তাঁর শরীরের ভাঁজগুলো স্পষ্টভাবে ফুটে উঠেছে এবং সেই কারণেই তাঁকে নিয়ে এত কটাক্ষ করা সম্ভব হচ্ছে।

ছড়িয়ে পড়া একটি ভিডিওর মন্তব্যের ঘরে মিনি মাথুর পাপারাজ্জিদের উদ্দেশে লিখেছেন, “ওঁর শরীরের উপর এতটা জ়ুম আপনারা করলেন কী ভাবে? আপনাদের কাছে চিরযৌবনা হয়ে থাকার প্রতিজ্ঞা তো করেননি কাজল। তাই ওঁকে দেখতে কেমন লাগবে, সেটা বলে দেওয়ার অধিকার আপনাদের নেই।”

যদিও এই তীব্র বিতর্ক নিয়ে কাজল নিজে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে তাঁর ভক্তরা জানাচ্ছেন, তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গেই পোশাকটি পরেছিলেন এবং তাঁকে দারুণ দেখাচ্ছিল।

উল্লেখ্য, ‘দ্য ট্রায়াল’ ওয়েব সিরিজে কাজল নয়নিকা সেনগুপ্ত নামের একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তাঁর স্বামীর ভূমিকায় রয়েছেন যিশু সেনগুপ্ত।

সব মিলিয়ে, একজন অভিনেত্রীর পোশাক এবং শারীরিক গঠন নিয়ে এমন কুরুচিপূর্ণ আক্রমণ এবং তার বিরুদ্ধে মিনি মাথুরের মতো একজন সহকর্মীর সোচ্চার প্রতিবাদ— এই ঘটনাটি আরও একবার তারকাদের ব্যক্তিগত পরিসর এবং তাঁদের প্রতি মিডিয়ার দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিল।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0