বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) দেখা যায় বিভীষিকাময় চিত্র। হাস্পাতালে নেওয়ার পর পরই মারা গেছে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছোট্ট জুনায়েত। সে উত্তরার নয়ানগরের বাসিন্দা আসলামের সন্তান।
সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এরপর বিমানটির ধ্বংসাবশেষ নিচে ছিটকে পড়ায় বহু মানুষ দগ্ধ হন।
এর আগে দগ্ধ চারজনকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই শিক্ষার্থী মারা যান। বাকি তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসাধীন তিনজনের মধ্যে একজনের শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে বলে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। বাকি দুজন ব্যাপারে তথ্য পাওয়া যায়নি। আহত তিনজনের মধ্যে একজন ছেলে শিক্ষার্থী এবং অন্য দুজন বয়স্ক ব্যক্তি।
ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা হাসপাতালে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। এরপরই সেটি বিধ্বস্ত হয়।
বিমানটি মাইলস্টোন স্কুলের হায়দার হল নামের একটি ভবনের ক্যানটিনের ছাদে গিয়ে আছড়ে পড়ে বলে জানা গেছে।
ঘটনার পরপরই একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত আহত ২০ জনকে নেওয়া হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এছাড়া আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0