বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

আগস্টে সড়ক-নৌ ও রেলপথে ৫৬৩ জনের প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি

গত আগস্ট মাসে সারা দেশে সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৫৫২টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং ১ হাজার ২৬১ জন আহত হয়েছেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: গত আগস্ট মাসে সারা দেশে সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৫৫২টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং ১ হাজার ২৬১ জন আহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সড়কে। আগস্টে ৪৯৭টি সড়ক দুর্ঘটনায় ৫০২ জন নিহত এবং ১ হাজার ২৩২ জন আহত হয়েছেন। এছাড়া রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত এবং নৌপথে ২১টি দুর্ঘটনায় ২৭ জন নিহত, ২২ জন আহত ও ১৩ জন নিখোঁজ হয়েছেন।

দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে মোটরসাইকেলে। গত মাসে ১৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত হন, যা মোট দুর্ঘটনার ৩৩.১৯ শতাংশ এবং নিহতের ৩৫.০৫ শতাংশ।

বিভাগ অনুযায়ী, আগস্ট মাসে ঢাকা বিভাগে ১৩২টি সড়ক দুর্ঘটনায় ১২৮ জনের প্রাণহানি ঘটেছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে, ১৫টি দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়ে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0