বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান শিক্ষার্থীদের আন্দোলনের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দেন শিক্ষার্থীরা। তবে প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করায় এক দিন পর কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জনভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীরা কোষাধ্যক্ষ ভবনের তালা খুলে দেন। বর্তমানে সেখানে স্বাভাবিক কার্যক্রম চলছে।
আন্দোলনে অংশগ্রহণকারী পশুপালন অনুষদের শিক্ষার্থী মো. শিবলী সাদী বলেন, বিশ্ববিদ্যালয়ের কেউ যেন ভোগান্তিতে না পড়েন, সেই চিন্তা থেকেই আমরা কোষাধ্যক্ষ ভবনের তালা খুলে দিয়েছি। সবার ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিবেচনা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে প্রশাসনিক ভবনে এখনও তালা ঝুলছে। শিক্ষকরা তাদের মতো করে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
আরেক আন্দোলনকারী শিক্ষার্থী এহসানুল হক হিমেল বলেন, গতকাল প্রায় সাড়ে ৪ ঘণ্টা আমরা শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছি। আলোচনায় হল ত্যাগের নির্দেশ প্রত্যাহার এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো একাডেমিক বা প্রশাসনিক হয়রানি না করার বিষয়ে কথা হয়েছে। উপাচার্য আমাদের আশ্বস্ত করেছেন যে, শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এ বিষয়ে আমরা একটি লিখিত আশ্বাস চেয়েছি। সেটি হাতে পাওয়ার পর আমরা পুনরায় আলোচনায় বসব।
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0