বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

নতুন ২ হাজার এএসআই নিয়োগ দেয়া হবে: আইজিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ নিয়োগ দেওয়া হবে। এছাড়া পদোন্নতির মাধ্যমে আরও ২ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এ ছাড়া আরও দুই হাজার জনকে পদোন্নতি দিয়ে এএসআই করা হবে বলে জানান তিনি।

বুধবার (০৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ নিয়োগ দেওয়া হবে। এছাড়া পদোন্নতির মাধ্যমে আরও ২ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, যতদ্রুত সম্ভব এটি করতে ফেলতে চাই। আট হাজার এএসআই চেয়েছিলাম। এখন চার হাজারের অনুমোদন দেওয়া হয়েছে।

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানান, সরকার আগামী নির্বাচনকে রোল মডেল করতে চায়। এজন্য মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0