বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

মেহেরপুরে বিএনপির দু’পক্ষের মারামারিতে কৃষকের মৃত্যু

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ছবি-সংগৃহীত

জেলা প্রতিনিধি

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলায় বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা ও মারামারির মাঝে পড়ে মফেজ আলী (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার কালিগাংনী গ্রামের ঘোনারমোড় নামক স্থানে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে, পুলিশ ও র‌্যাব তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।

স্থানীয়রা জানান, কালিগাংনী গ্রামের একটি চায়ের দোকানে স্থানীয় ইউপি সদস্য কাসেম আলী এবং বিএনপি কর্মী সাবদার আলীর মধ্যে কোনো বিষয় নিয়ে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও কিল-ঘুষিতে রূপ নেয়।

এ সময় সেখানে উপস্থিত কৃষক মফেজ আলীও ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের মতে, সাবদার আলী মফেজের বুকে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তবে নিহতের বাবা জামাল আলী বলেন, “আমার ছেলেকে কেউ আঘাত করেনি। সে কিল-ঘুষির মাঝে পড়ে মারা গেছে।”

ঘটনার খবর পেয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীনের নেতৃত্বে পুলিশ, ডিবি পুলিশ এবং র‌্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ঘটনাস্থল থেকে সাবদার আলী, তাঁর ছেলে হাসানুজ্জামান এবং জিনারুল ইসলাম নামের তিন ব্যক্তিকে হেফাজতে নিয়েছে।

ওসি মেজবাহ উদ্দীন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং গ্রামের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0