বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা বিভিন্ন মামলায় সাবেক ৭ মন্ত্রী, ৭ এমপিসহ মোট ২২ জন আসামির ভার্চুয়াল হাজিরা গ্রহণ করেছেন আদালত। বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এই হাজিরা গ্রহণ করেন। নিরাপত্তা ঝুঁকির কারণে আসামিদের সরাসরি আদালতে না এনে কারাগার থেকেই জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে হাজিরা নেওয়া হয়।
আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়া, সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকু এবং শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানও এই তালিকায় রয়েছেন।
আদালত সূত্র জানায়, আসামিদের বিরুদ্ধে রাজধানীর লালবাগ, বাড্ডা, কাফরুল, নিউমার্কেট, শাহবাগসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। জনগণের ক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে আদালত এই ভার্চুয়াল ব্যবস্থার আশ্রয় নিয়েছেন, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর চাপ কমে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0