বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর কুড়িলে বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা। এর ফলে কুড়িল থেকে বাড্ডা এবং বাড্ডা থেকে কুড়িলের দিকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শুরু হয় অবরোধ, এতে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০ কর্মী তাদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুড়িলে সড়কে নেমে আসেন। তারা সড়কের দুই পাশেই অবস্থান নেওয়ায় দ্রুতই যানজটের সৃষ্টি হয়। এতে কুড়িল, বাড্ডা, রামপুরা এবং উত্তরা রুটে চলাচলকারী শত শত গাড়ি আটকে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জানান, দুপুর ১টা পর্যন্ত শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছিলেন। তিনি আরও বলেন, পুলিশ শ্রমিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
এদিকে, নগরবাসীর ভোগান্তি কমাতে গুলশান ট্রাফিক বিভাগ ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। এতে জানানো হয়, খিলক্ষেত থেকে ফ্লাইওভার ব্যবহার না করে নিচ দিয়ে মহাখালী বা বনানীর দিকে যাওয়া যেতে পারে। রামপুরার দিক থেকে আসা যানবাহনগুলো বাড্ডা লিংক রোড হয়ে গুলশান-১, গুলশান-২ হয়ে উত্তরার দিকে যেতে পারবে। অথবা নতুন বাজার হয়ে গুলশান-২ দিয়েও উত্তরা অভিমুখে যাওয়া সম্ভব।
বকেয়া বেতন পরিশোধের আশ্বাস না দেওয়া পর্যন্ত শ্রমিকরা অবরোধ তুলবেন না বলে জানিয়েছেন।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0