Logo

মাইলস্টোন ট্র্যাজেডি: ‘আপনাদের এই রূপ জাতির মুখে চুনকালি’

“সাধারণ জনগণের মানসিক অবস্থা এই মুহূর্তে ঠিক নেই। চোখ বন্ধ করলে বাচ্চাগুলোর আর্তনাদ ভাসে। এমন অবস্থায় আগামী ৭ দিনের জন্য আমার সকল নাটক রিলিজ থেকে বিরত রাখার জন্য অনুরোধ করছি।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২৭ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকে কাতর সারা দেশ। এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের পাশে দাঁড়ানোর জন্য নানাভাবে আহ্বান জানিয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা। তাঁদের মধ্যে জনপ্রিয় অভিনেতা আরশ খান শুধু শোক প্রকাশেই সীমাবদ্ধ থাকেননি, বরং নির্মাতাদের প্রতি তাঁর নাটক মুক্তি না দেওয়ার অনুরোধ জানিয়ে এবং হাসপাতালে উৎসুক জনতার ভিড় দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ।

নাটক মুক্তি না দেওয়ার অনুরোধ: 

দেশের এমন এক জাতীয় সংকটের মুহূর্তে বিনোদনমূলক নাটক প্রচার করাকে সংবেদনশীল বলে মনে করছেন আরশ খান। সোমবার (২১ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “সাধারণ জনগণের মানসিক অবস্থা এই মুহূর্তে ঠিক নেই। চোখ বন্ধ করলে বাচ্চাগুলোর আর্তনাদ ভাসে। এমন অবস্থায় আগামী ৭ দিনের জন্য আমার সকল নাটক রিলিজ থেকে বিরত রাখার জন্য অনুরোধ করছি।” 

রক্তদান এবং জনতার প্রতি ক্ষোভ: 

গভীর রাতে আরও একটি পোস্টে তিনি আহতদের জন্য রক্তদানের প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেন। তিনি লেখেন, “বাচ্চারা বার্ন ইউনিটের আইসিইউতে। কাল থেকে রক্তের প্রয়োজন হবে।”

তবে বিমান বিধ্বস্তের পর হাসপাতালে উৎসুক জনতার ভিড় এবং ভিডিও করার প্রবণতা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আরশ। তিনি বলেন, “হাসপাতাল কিছু সংখ্যক জা....র দেখেছি বার্ণ ইউনিটের সামনে গ্রুপ বেঁধে আড্ডা জমিয়েছেন এবং হাসছেন। আপনারা কেউ যদি এই পোস্ট দেখে থাকেন অনুগ্রহ করে ওখান থেকে সরে যান। আপনাদের এই রূপ গোটা জাতির মুখে চুনকালি।”

সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা দেড় শতাধিক বলে জানা গেছে।

বাংলাফ্লো/এইচএম  

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0