এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২৭ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকে স্তব্ধ পুরো দেশ। এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক, যন্ত্রণা এবং অসহায়ত্ব প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হতাহতদের জন্য প্রার্থনা করেছেন এবং এই কঠিন সময় সহ্য করার জন্য সৃষ্টিকর্তার কাছে শক্তি চেয়েছেন।
সোমবার (২১ জুলাই) ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনার পর, আরিফিন শুভ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তা দেন। তিনি লেখেন: “আল্লাহ, আমাদের এমন অশ্রুভেজা দিন সহ্য করার তাওফিক দান করুন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা প্রতিটি মানুষের জন্য প্রার্থনা।”
তাঁর এই সংক্ষিপ্ত কিন্তু গভীর অর্থবোধক বার্তাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ভক্ত এবং অনুসারীরা তাঁর এই প্রার্থনায় সামিল হয়েছেন এবং হতাহতদের জন্য দোয়া করছেন।
শুধু আরিফিন শুভই নন, এই জাতীয় ট্র্যাজেডিতে বিনোদন জগতের প্রায় সব তারকাই নিজেদের শোক প্রকাশ করেছেন। এর আগে শাকিব খান, অপু বিশ্বাস, আরশ খানসহ অনেকেই এই ঘটনায় সমবেদনা জানিয়েছেন, রক্তদানের জন্য আহ্বান করেছেন এবং হাসপাতালে অহেতুক ভিড় না করার জন্য অনুরোধ করেছেন। তারকাদের এই সম্মিলিত শোক এবং মানবিক আবেদন প্রমাণ করে, দেশের এমন দুঃসময়ে তাঁরাও সাধারণ মানুষেরই অংশ।
সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়, যাতে এখন পর্যন্ত পাইলটসহ ২৭ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0