এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: জনপ্রিয় প্ল্যাটফর্ম মেটার বিরুদ্ধে এবার উঠল এক গুরুতর অভিযোগ। টেইলর সুইফট, স্কারলেট জোহানসন, সেলেনা গোমেজ এবং অ্যানা হ্যাথাওয়ের মতো বিশ্বখ্যাত তারকারা অভিযোগ করেছেন, তাঁদের অনুমতি ছাড়াই তাঁদের নাম ও চেহারা ব্যবহার করে আপত্তিকর এবং ফ্লার্টিং চ্যাটবট তৈরি করছে মেটা। রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মেটা এআই (Meta AI) ব্যবহার করে তৈরি এই চ্যাটবটগুলো নিজেদেরকে আসল তারকা হিসেবেই দাবি করে এবং ব্যবহারকারীদের সঙ্গে ফ্লার্ট বা আবেদনময়ী ইঙ্গিতপূর্ণ বার্তা বিনিময় করে।
আরও ভয়ংকর বিষয় হলো, এই চ্যাটবটগুলোকে অন্তরঙ্গ ছবির জন্য অনুরোধ করলে, তারা তারকাদের বাথটাবে শোয়া বা অন্তর্বাস পরা ছবি তৈরি করে দিচ্ছে, যা তারকাদের ব্যক্তিগত গোপনীয়তা এবং সম্মানের ওপর এক বিরাট আঘাত।
এই বিষয়ে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন রয়টার্সকে জানিয়েছেন, তাঁদের নিয়ম অনুযায়ী, কোনো বিখ্যাত ব্যক্তির মতো দেখতে বা ছদ্মবেশী ছবি তৈরি করা নিষিদ্ধ।
কিন্তু বাস্তবে, প্ল্যাটফর্মটিতে এমন অসংখ্য চ্যাটবট পাওয়া গেছে। মেটা এগুলোর কয়েকটিকে ‘প্যারোডি’ লেবেল দিলেও, অনেকগুলোই কোনো লেবেল ছাড়াই চলছিল। বিতর্কের পর, মেটা প্রায় এক ডজন চ্যাটবট মুছে ফেলেছে।
রয়টার্সের প্রতিবেদনে আরও এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে। জানা গেছে, এই চ্যাটবটগুলোর মধ্যে অন্তত তিনটি, যার মধ্যে দুটি ছিল টেইলর সুইফটের প্যারোডি চ্যাটবট, মেটারই একজন কর্মী তৈরি করেছেন।
সব মিলিয়ে, কৃত্রিম বুদ্ধিমত্তার এমন অপব্যবহার এবং তারকাদের ডিজিটাল পরিচয় চুরির এই ঘটনাটি মেটাকে এক বড়সড় আইনি এবং নৈতিক সংকটের মুখে ফেলে দিয়েছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0