বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

প্যারিসের সেতুতে স্বামীর নামে ‘প্রেম তালা’ লাগালেন মেহজাবীন

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রেমিক-প্রেমিকারা এখানে নিজেদের ভালোবাসা অমর করে রাখতে একটি তালা লাগিয়ে যান এবং তার চাবিটি নদীতে ফেলে দেন। এই রোমান্টিক ঐতিহ্যেরই অংশ হলেন মেহজাবীন ও আদনান।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে তাঁর ভালোবাসা যেন চিরকাল অটুট থাকে, সেই কামনায় ফ্রান্সের রাজধানী প্যারিসের এক সেতুতে ‘প্রেম তালা’ লাগালেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ভালোবাসার এই প্রতীকী মুহূর্তে তিনি শুধু তালাই লাগাননি, চাবিটিও ছুঁড়ে ফেলে দিয়েছেন নদীতে, যাতে এই বন্ধন কোনোদিন খুলে না যায়। সম্প্রতি স্বামী আদনান আল রাজীবের সঙ্গে ইউরোপ ভ্রমণে থাকা মেহজাবীন তাঁদের এই রোমান্টিক মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, যা ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।

যেখানে অমর হয়ে থাকে ভালোবাসা: ফ্রান্সের রাজধানী প্যারিসের সাইন নদীর উপর অবস্থিত ‘পঁ দে আর্টস’ (Pont des Arts) সেতুটি বিশ্বজুড়ে পরিচিত ‘প্রেম তালা’ বা ‘Love Lock’ Bridge হিসেবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রেমিক-প্রেমিকারা এখানে নিজেদের ভালোবাসা অমর করে রাখতে একটি তালা লাগিয়ে যান এবং তার চাবিটি নদীতে ফেলে দেন। এই রোমান্টিক ঐতিহ্যেরই অংশ হলেন মেহজাবীন ও আদনান।

ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়া মুহূর্ত: মেহজাবীন তাঁর ভেরিফায়েড সামাজিক মাধ্যমে এই ঘটনার কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিগুলোতে দেখা যায়, একটি তালার উপর তাঁদের দুজনের নাম লিখে তিনি সেটি সেতুর রেলিংয়ে সংযুক্ত করছেন। ছবিগুলোর সঙ্গে তিনি একটি মাত্র শব্দে ক্যাপশন দেন—“লক” (Locked)। তাঁর এই সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী ক্যাপশনই যেন তাঁদের সম্পর্কের গভীরতা এবং অঙ্গীকারকে প্রকাশ করে।

দীর্ঘদিন প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসা এই তারকা দম্পতির সম্পর্ককে চিরস্থায়ী করার এই প্রতীকী পদক্ষেপ দেখে ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। তাঁদের এই ‘প্রেম তালা’ লাগানোর ছবিগুলো এখন নেটদুনিয়ায় ভাইরাল এবং আলোচনার কেন্দ্রে।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0