এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সামাজিক মাধ্যমে তাঁর ভক্তদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য প্রায়শই নানা ধরনের উদ্যোগ নিয়ে থাকেন। এবার তিনি ভক্তদের সঙ্গে এক ব্যতিক্রমী এবং মজাদার খেলায় মেতেছেন। তিনি তাঁর ফেসবুক পোস্টে ভক্তদেরকে তাঁদের প্রিয়জনের নামের প্রথম অক্ষর বলতে বলেছেন এবং জানিয়েছেন, তিনি সেই অক্ষর দিয়ে পুরো নামটি অনুমান করার চেষ্টা করবেন!
মেহজাবীন তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লাল ব্লেজারে তোলা চারটি আকর্ষণীয় ছবির একটি কোলাজ শেয়ার করে লেখেন, “কমেন্টে প্রিয়জনের নামের প্রথম অক্ষর বলে দাও! আমি চেষ্টা করব তার নামটি অনুমান করতে! তাহলে খেলাটা শুরু করা যাক।”
তাঁর এই পোস্টে মুহূর্তেই ব্যাপক সাড়া পড়ে। হাজার হাজার ভক্ত এই খেলায় অংশ নিতে শুরু করেন। যেমন, একজন ভক্ত মন্তব্যের ঘরে ‘M’ লিখলে, মেহজাবীন উত্তরে লেখেন ‘মোহিম’। আরেকজন ‘K’ লিখলে, তিনি উত্তর দেন ‘কবির’।
এই মজাদার খেলাটি ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। পোস্টটি দেওয়ার মাত্র ৩ ঘণ্টার মধ্যেই এতে ৭৯ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং ৬৩ হাজারের বেশি মন্তব্য জমা পড়ে। হাজার হাজার মন্তব্যের ভিড়েও, মেহজাবীন তাঁর ভক্তদের মন রাখার চেষ্টা করছেন এবং অনেককেই উত্তর দিচ্ছেন।
২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই মেহজাবীন চৌধুরী তাঁর অভিনয় এবং ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নিয়েছেন। ভক্তদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার তাঁর এই নতুন কৌশল আবারও প্রমাণ করলো, কেন তিনি আজকের প্রজন্মের অন্যতম জনপ্রিয় একজন তারকা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0