বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

‘সুইসাইড নোট’ নিয়ে হাজির মাহতিম সাকিব

গানটি লিখেছেন গীতিকার এন আই বুলবুল এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। গীতিকার জানান, গানটির গল্প এক ব্যর্থ প্রেমিককে নিয়ে।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ‘কাভার সং’ গেয়ে জনপ্রিয়তা পেলেও, গত কয়েক বছর ধরে মৌলিক গানেই মনোযোগী বর্তমান প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী মাহতিম সাকিব। এবার তিনি তাঁর ভক্তদের জন্য নিয়ে এলেন ‘সুইসাইড নোট’ শিরোনামের নতুন একটি গান, যার শিরোনামটিই এক গভীর এবং সংবেদনশীল গল্পের ইঙ্গিত দেয়। গানটিতে এক ব্যর্থ প্রেমিকের চূড়ান্ত পরিণতির গল্প তুলে ধরা হয়েছে।

গানের পেছনের গল্প: গানটি লিখেছেন গীতিকার এন আই বুলবুল এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। গীতিকার জানান, গানটির গল্প এক ব্যর্থ প্রেমিককে নিয়ে। তিনি বলেন, “আমাদের সমাজে এমন অনেক প্রেমিক আছে যারা জীবন দিয়েও তার ভালোবাসার মানুষটার মন পায়নি। আবার অনেকের ভালোবাসার মানুষ ভুল বুঝে ছেড়ে চলে যায়। অন্যদিকে প্রেমিক আত্মহত্যার মধ্য দিয়ে নিজেকে একদিন শেষ করে দেয়। এমন গল্প ভাবনা থেকেই গানটি লিখেছি।”

শিল্পীর বক্তব্য: এই ভিন্নধর্মী এবং গভীর বিষয়বস্তুর গানটি নিয়ে মাহতিম সাকিব বলেন, “সুইসাইড নোট শব্দটি শুনলেই অনেক কথার জন্ম দেয়। একজন মানুষ কখন সুইসাইডের মতো কঠিন সিদ্ধান্ত নেয়, এটি অনেকের বোঝা সম্ভব নয়। এ গানে শ্রোতারা তেমন একটা গল্পই পাবেন।”

‘সুইসাইড নোট’ ছাড়াও মাহতিম সাকিব বর্তমানে বেশ কিছু নতুন মৌলিক গান নিয়ে কাজ করছেন, যা নিয়মিত বিরতিতে প্রকাশ পাবে। এর পাশাপাশি তিনি নিয়মিত স্টেজ শো-তেও অংশ নিচ্ছেন। তাঁর এই নতুন গানটি শিল্পীর ক্যারিয়ারে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন ভক্তরা।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0