Logo

জেসিআই-এর ‘আজীবন সম্মাননা’ পেলেন কিংবদন্তি রুনা লায়লা

এই সম্মাননা পেয়ে রুনা লায়লা জেসিআই বাংলাদেশের প্রতি তাঁর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। একই সঙ্গে, সমাজে নারীর অবদানকে স্বীকৃতি দেওয়ার এই প্রচেষ্টাকেও তিনি সাধুবাদ জানান।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: সংগীত ও শিল্পকলার জগতে অসামান্য অবদান এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় দীর্ঘদিনের অনন্য ভূমিকার জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লাকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ বা আজীবন সম্মাননায় ভূষিত করেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত ‘উইমেন অফ ইন্সপিরেশন অ্যাওয়ার্ড ২০২৫’-এর এক জমকালো সন্ধ্যায় তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

সংগীতাঙ্গনের এই জীবন্ত কিংবদন্তিকে পুরস্কার প্রদানের সময় উপস্থিত অতিথিরা দাঁড়িয়ে সম্মান জানান এবং পুরো মিলনায়তন করতালিতে মুখর হয়ে ওঠে। এই সম্মাননা পেয়ে রুনা লায়লা জেসিআই বাংলাদেশের প্রতি তাঁর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। একই সঙ্গে, সমাজে নারীর অবদানকে স্বীকৃতি দেওয়ার এই প্রচেষ্টাকেও তিনি সাধুবাদ জানান।

অনুষ্ঠানের শুরুতে সাম্প্রতিক মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান এবং মূল বক্তব্য রাখেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ।

কাজী ফাহাদ বলেন, “আজকের রাতটি তাদের জন্য যারা নিজেদের সীমা পেরিয়ে সমাজে পরিবর্তন এনেছেন, ভবিষ্যৎ গড়ার নেতৃত্ব দিয়েছেন। এই পুরস্কার তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক।”

এই আয়োজনে রুনা লায়লা ছাড়াও আরও ১৩ জন অসাধারণ নারীকে সমাজ, শিক্ষা, ব্যবসা, প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয় এবং তিনজন ‘আনসাং হিরো’-কে দেওয়া হয় বিশেষ সম্মাননা। সবশেষে, জনপ্রিয় কণ্ঠশিল্পী কনার পরিবেশনায় একটি বিশেষ কনসার্টের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0