মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

‘কুসুম নিজের কামনা-বাসনা লুকোয় না’, চরিত্র নিয়ে অকপট জয়া আহসান

“কুসুমের মধ্যে কোনো জড়তা নেই। আমাদের সকলের মধ্যে একটা লক্ষ্মণরেখা থাকে। এটা কুসুমের মধ্যে নেই বলেই সে এত আধুনিক।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত সুমন মুখোপাধ্যায়ের নতুন সিনেমার মুক্তি আসন্ন। মুক্তির প্রাক্কালে সম্প্রতি কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় ছবির কলাকুশলীরা উপস্থিত হয়েছিলেন। সেখানেই সিনেমার কেন্দ্রীয় চরিত্র ‘কুসুম’ এবং তার দর্শন নিয়ে খোলামেলা কথা বললেন অভিনেত্রী জয়া আহসান।

আলোচনা সভায় জয়া আহসানকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি নিজে কি কুসুমের মতো? উত্তরে তিনি চরিত্রের এক গভীর বিশ্লেষণ তুলে ধরেন। জয়া বলেন, “বরাবর নারীকেই কামনা ও বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে। কিন্তু কুসুমেরও নিজের কামনা বাসনা রয়েছে যা সে লুকোয় না। কুসুম একটা খোলা বইয়ের মতো।”

তিনি আরও যোগ করেন, “কুসুমের মধ্যে কোনো জড়তা নেই। আমাদের সকলের মধ্যে একটা লক্ষ্মণরেখা থাকে। এটা কুসুমের মধ্যে নেই বলেই সে এত আধুনিক। আমি নিজেও কুসুমের মতো হতে পারব না।” জয়ার মতে, কুসুমের দেহ, মন ও আত্মা একাকার, যা তাকে শশীর মতো জটিল চরিত্রের থেকেও আলাদা এবং শক্তিশালী করে তুলেছে।

অনুষ্ঠানে পরিচালক সুমন মুখোপাধ্যায়ও সিনেমার চিত্রনাট্য নিয়ে কথা বলেন। তিনি উপন্যাসের বিখ্যাত সংলাপ, “শরীর শরীর শরীর, তোমার মন নেই কুসুম”-এর উদাহরণ টেনে বলেন, “এই সংলাপ কি শশীর, না কি মানিকের নিজের, তা কিন্তু উপন্যাসে স্পষ্ট ভাবে উঠে আসে না। কিন্তু চিত্রনাট্যে সেটা স্পষ্ট।” অর্থাৎ, সিনেমায় তিনি উপন্যাসের কিছু অস্পষ্টতাকে নির্দিষ্ট রূপ দিয়েছেন।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এই আলোচনা সভায় জয়া আহসান এবং সুমন মুখোপাধ্যায়ের এই গভীর বিশ্লেষণ ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে।


বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0