এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বলিউড অভিনেত্রী কৃতি স্যানন ও ব্রিটিশ যুক্তরাজ্যের কোটিপতি ব্যবসায়ী কবীর বাহিয়ার কথিত প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল বহুদিন ধরেই। তবে এবার যেন সেই গুঞ্জনেই সিলমোহর পড়তে চলেছে। সম্প্রতি লন্ডনের লর্ডস ক্রিকেট মাঠে ভারত ও ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচের পঞ্চম দিনের খেলা দেখতে একসঙ্গে হাজির ছিলেন এই কথিত জুটি। তাঁদের খোলামেলা এবং ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল, যা তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনাকে নতুন করে উস্কে দিয়েছে।
লর্ডসের গ্যালারিতে প্রেম: গত সোমবার (১৪ জুলাই) লর্ডস স্টেডিয়াম থেকে কৃতি ও কবীরের একাধিক ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দুজনকে একসঙ্গে বসে টিম ইন্ডিয়ার জন্য উচ্ছ্বাস করতে দেখা যায়। তাঁরা একে অপরের সঙ্গে হাসি-ঠাট্টা করছিলেন এবং কবীর নিজের ইনস্টাগ্রাম থেকে কৃতির সঙ্গে একটি সেলফিও শেয়ার করেন। তাঁদের এই স্বচ্ছন্দ এবং ঘনিষ্ঠ আচরণ দেখে ভক্তরা মনে করছেন, কৃতি ও কবীর হয়তো তাঁদের সম্পর্কটিকে আর লুকিয়ে রাখতে চাইছেন না।
কে এই কবীর বাহিয়া? লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করা কবীর বাহিয়া যুক্তরাজ্যের একজন কোটিপতি ব্যবসায়ী। বেশ লম্বা সময় ধরেই কৃতির সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। এর আগে, ফেব্রুয়ারি মাসে বেঙ্গালুরুতে এক বন্ধুর বিয়েতে এবং বিভিন্ন সময় বিদেশে ছুটি কাটাতেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল।
বয়সের ব্যবধান এবং সম্পর্কের নতুন মোড়: এই সম্পর্কে আরও একটি আকর্ষণীয় দিক হলো বয়সের ব্যবধান। কৃতি স্যাননের বয়স ৩৪, আর কবীর বাহিয়ার বয়স ২৬, অর্থাৎ কবীর কৃতির চেয়ে ৮ বছরের ছোট। তবে ভালোবাসা যে বয়স মানে না, তা তাঁদের রসায়নই প্রমাণ করে।
যদিও তাঁরা খুব কমই একসঙ্গে প্রকাশ্যে আসেন, তবে লর্ডসের মতো একটি হাই-প্রোফাইল ইভেন্টে তাঁদের এই উপস্থিতি প্রমাণ করে, তাঁরা হয়তো তাঁদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্ত-অনুরাগীরা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0