শনিবার, ২৩ আগস্ট ২০২৫

সিডনিতে ‘কিত্তনখোলা’র পুনর্মিলনী, প্রবাসে বাংলা নাট্যচর্চার অঙ্গীকার

শাকিল চৌধুরী ও আফসানা রুচির সঞ্চালনায় শুরু হয় মূল অনুষ্ঠান। সখের থিয়েটারের নির্দেশক শাহীন শাহনেয়াজ নাটকের শিল্পীদের দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং ‘কিত্তনখোলা’ মঞ্চায়নের পেছনের না বলা গল্প ও স্মৃতি তুলে ধরেন। শাওন, সাজু, হিল্লোল, মেহেদীর মতো শিল্পীরাও তাঁদের রিহার্সালের দিনগুলোর কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: প্রবাসের মাটিতে এক টুকরো বাংলাদেশ— সিডনির নাট্যপ্রেমী বাঙালিদের জন্য এমনই এক আত্মিক সন্ধ্যায় রূপ নিল ‘সখের থিয়েটার’ আয়োজিত ‘কিত্তনখোলা’ নাটকের পুনর্মিলনী অনুষ্ঠান। গত শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় সিডনির মিন্টোতে অবস্থিত জমিদারবাড়ি রেস্তোরাঁয় এই স্মৃতিময় মিলনমেলার আয়োজন করা হয়। নাট্যকার সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টিকে কেন্দ্র করে এই আয়োজনে জড়ো হয়েছিলেন নাটকের সাবেক ও বর্তমান শিল্পী এবং সিডনির সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানের শুরুতেই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়, যা প্রবাসে থেকেও দেশের প্রতি গভীর মমত্ববোধের পরিচয় দেয়।

এরপর শাকিল চৌধুরী ও আফসানা রুচির সঞ্চালনায় শুরু হয় মূল অনুষ্ঠান। সখের থিয়েটারের নির্দেশক শাহীন শাহনেয়াজ নাটকের শিল্পীদের দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং ‘কিত্তনখোলা’ মঞ্চায়নের পেছনের না বলা গল্প ও স্মৃতি তুলে ধরেন। শাওন, সাজু, হিল্লোল, মেহেদীর মতো শিল্পীরাও তাঁদের রিহার্সালের দিনগুলোর কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে শুধু স্মৃতিচারণই নয়, প্রবাসে বাংলা নাট্যচর্চার ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়। কণ্ঠশিল্পী সিরাজুস সালেকিন, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান, শেখ শামীম প্রমুখ প্রবাসে নাটকের প্রয়োজনীয়তা এবং নতুন প্রজন্মের কাছে একে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

এই আয়োজনে সংগঠনটির সদস্য এবং সিডনির ক্যান্টারব্যারি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর শিরিন আক্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়, যা অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাঙালিদের অন্তর্ভুক্তির এক সুন্দর উদাহরণ।

সবশেষে, কেক কাটা এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শাহীন শাহনেয়াজ বলেন, “এই মিলনমেলা শুধু ‘কিত্তনখোলা’র স্মরণ নয়, এটি প্রবাসে বাংলা নাট্যচর্চার প্রতি আমাদের অঙ্গীকার।”

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0