এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল বর্তমানে কাজের ফাঁকে ছুটি কাটাতে কানাডায় অবস্থান করছেন। আজ, মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে তিনি কানাডায় ঘুরে বেড়ানোর বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন, যা মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের মধ্যে সাড়া ফেলেছে। একদিকে যখন তিনি ভ্রমণে ব্যস্ত, ঠিক তখনই তাঁর অভিনীত নতুন নাটক ‘অনেক দিন পরে’ ইউটিউবে কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।
অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে নতুন ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে শুধু লিখেছেন, “হাই”। তাঁর এই সংক্ষিপ্ত বার্তাই যেন ভক্তদের জন্য যথেষ্ট ছিল। ভক্তরা মন্তব্যের ঘরে তাঁকে শুভকামনা জানানোর পাশাপাশি তাঁর কাজের প্রশংসাও করেন।
একটা সময় কেয়া পায়েলকে নাটকে নিয়মিত দেখা গেলেও, সম্প্রতি তিনি কাজের সংখ্যা কমিয়ে দিয়েছেন। এর কারণ হিসেবে তিনি এক পুরোনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি এখন সংখ্যার চেয়ে মানের দিকেই বেশি মনোযোগ দিতে চান।
তাঁর ভাষায়, “পরিচিতি বাড়তে থাকলে আমার কাছে মনে হয় সংখ্যা বাড়ানোর চেয়ে ভালো গল্পে কাজ করা জরুরি। যে কারণে এখন সব সময়ই বিশেষ দিবসে সীমিত কাজ করি। মানটাই মুখ্য আমার কাছে। কম কাজ নিয়েই থাকতে চাই। সংখ্যা বাড়াতে চাই না।”
তাঁর এই ‘কোয়ালিটি ওভার কোয়ান্টিটি’ নীতিরই প্রতিফলন দেখা গেছে তাঁর সাম্প্রতিক কাজে। মুশফিক আর. ফারহানের বিপরীতে অভিনীত তাঁর নতুন নাটক ‘অনেক দিন পরে’ মুক্তির পরই ১ কোটি ভিউয়ের ক্লাবে প্রবেশ করেছে।
সব মিলিয়ে, বেছে বেছে ভালো কাজ করা এবং কাজের ফাঁকে নিজেকে সময় দেওয়া— এই দুইয়ের মধ্যে এক সুন্দর ভারসাম্য বজায় রেখে চলছেন বর্তমান সময়ের এই জনপ্রিয় অভিনেত্রী।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0