মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

প্রাক্তন স্বামীর সম্পত্তিতে কারিশমার নজর?

এই ৩০ হাজার কোটি রুপির সম্পত্তিতে নিজের ও দুই সন্তানের (সামাইরা ও কিয়ান) জন্য অধিকার দাবি করছেন কারিশমা কাপুর। যদিও এই বিষয়ে কারিশমা বা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে এই খবর প্রকাশ্যে আসতেই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী এবং সোনা গ্রুপের চেয়ারম্যান সঞ্জয় কাপুরের মৃত্যুর এক মাস পেরোতেই তাঁর ৩০ হাজার কোটি রুপির বিশাল সম্পত্তি নিয়ে শুরু হয়েছে এক জটিল এবং চাঞ্চল্যকর বিতর্ক। একদিকে যেমন সঞ্জয়ের মা, রানি কাপুর, তাঁর ছেলের মৃত্যুকে ‘নিছক দুর্ঘটনা’ মানতে নারাজ, তেমনই অন্যদিকে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এই বিপুল সম্পত্তিতে নিজের এবং সন্তানদের অধিকার চেয়েছেন কারিশমা কাপুর।

গত ১২ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে মারা যান ব্যবসায়ী সঞ্জয় কাপুর। কিন্তু তাঁর মা রানি কাপুর এই মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিচ্ছেন না। তিনি বলেন, “এটিকে নিছক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া আমার পক্ষে অত্যন্ত কষ্টকর। সত্য এখনো প্রকাশ পায়নি।” তিনি আরও দাবি করেন, ছেলের মৃত্যুর পরপরই তাঁকে মানসিক চাপে রেখে কিছু গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করানো হয়েছিল। এই ঘটনায় তিনি সোনা গ্রুপের আসন্ন বার্ষিক সাধারণ সভা স্থগিত করারও আহ্বান জানিয়েছেন।

ইন্ডিয়া ডটকম ও দৈনিক জাগরণের মতো ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ৩০ হাজার কোটি রুপির সম্পত্তিতে নিজের ও দুই সন্তানের (সামাইরা ও কিয়ান) জন্য অধিকার দাবি করছেন কারিশমা কাপুর। যদিও এই বিষয়ে কারিশমা বা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে এই খবর প্রকাশ্যে আসতেই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।

২০০৩ সালে কারিশমা ও সঞ্জয়ের বিয়ে হয়েছিল এবং ২০১৬ সালে তাঁদের চূড়ান্ত বিচ্ছেদ হয়। এরপর সঞ্জয় প্রিয়া সাচদেবকে বিয়ে করেন এবং তাঁদের এক পুত্রসন্তানও রয়েছে।

সব মিলিয়ে, একদিকে যখন সঞ্জয়ের মা তাঁর ছেলের মৃত্যুর কারণ নিয়েই প্রশ্ন তুলেছেন, ঠিক তখনই সম্পত্তিতে কারিশমার অধিকার চাওয়ার গুঞ্জন— এই দুইয়ে মিলে বচ্চন পরিবারের প্রাক্তন জামাইয়ের মৃত্যু-পরবর্তী পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে।

বাংলাফ্লো/এইচএম  

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0