এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বিশ্বখ্যাত পপ তারকা জাস্টিন বিবারকে লাস ভেগাসের এক নাইটক্লাব থেকে বের করে দেওয়া হয়েছে! এই খবর শুনে ভক্তদের চমকে ওঠারই কথা। তবে আসল ঘটনা হলো, যাকে বের করে দেওয়া হয়েছে, তিনি আসল জাস্টিন বিবার নন, বরং তাঁরই এক নকল রূপধারী। বিবারের পরিচয় দিয়ে ক্লাবের মঞ্চে উঠে গান গাওয়ার অপরাধেই কর্তৃপক্ষ তাঁকে বিতাড়িত করে।
ছবি : নকল জাস্টিন বিবার
ঘটনাটি ঘটেছে লাস ভেগাসের এক নাইটক্লাবে। সেখানে বিবার পরিচয়ে মঞ্চে উঠে একের পর এক গান শোনাচ্ছিলেন ওই ব্যক্তি। তার গান শুনে দর্শকরা বুঝতেই পারেননি তিনি বিবার নন। আয়োজকরাও বোকা বনেছিলেন।
তারা বুঝতে বুঝতে কয়েকটি গান শোনানো শেষ নকল বিবারের। এ প্রসঙ্গে ক্লাব কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘বেশ অনেকক্ষণ ধরে নানা রকমের কৌশল চালানোর পর ওই ‘জাল’ জাস্টিন বিবারকে এক্সএস মঞ্চে প্রবেশাধিকার দেওয়া হয়। তবে, যে মুহূর্তে ভুল বোঝা যায়, সঙ্গে সঙ্গে তাকে ক্লাব থেকে বের করে দেওয়া হয় এবং ভবিষ্যতেও প্রবেশের অনুমতি ছিনিয়ে নেওয়া হয়।’
এরইমধ্যে ভাইরাল নকল বিবার। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাধারণ মানুষও তার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। তবে ধরা পড়ার পর তাকে বের করে দেওয়া হয়েছে বলেই খবর। একইসঙ্গে তাকে স্থায়ীভাবে ওই নাইটক্লাব থেকে নিষিদ্ধ করা হয়েছে বলেও জানা গেছে। গোটা ঘটনায় আসল জাস্টিন বিবার এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0