মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

ক্যারিয়ারের মতোই ব্যক্তিগত জীবনেও ঝড়, ১৮ বছরের সংসার ভাঙছে ফারদিন খানের

২০০৫ সালে কিংবদন্তি অভিনেত্রী মুমতাজের কন্যা নাতাশার সঙ্গে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ফিরোজ খানের পুত্র ফারদিন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: অভিনেতা ফারদিন খানের জীবন যেন এক রোলার কোস্টার। ‘প্রেম আগন’ দিয়ে অভিষেক, ‘ফিদা’, ‘নো এন্ট্রি’-র মতো হিট ছবি দিয়ে জনপ্রিয়তা, এরপর মাদক মামলা ও দীর্ঘ বিরতিতে ক্যারিয়ারে ছন্দপতন। এবার ব্যক্তিগত জীবনেও বড় ঝড়ের সম্মুখীন তিনি। স্ত্রী নাতাশা মাধবনীর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য ভেঙে আলাদা হয়ে যাচ্ছেন এই অভিনেতা।

দীর্ঘ ১২ বছর পর যখন ‘বিস্ফোট’ এবং সঞ্জয় লীলা ভান্সালীর ‘হীরামন্ডি’র মতো বড় প্রজেক্ট দিয়ে ক্যারিয়ারে প্রত্যাবর্তনের চেষ্টা করছেন ফারদিন, ঠিক তখনই এলো তাঁর সংসার ভাঙার খবর। সূত্রের মতে, গত দুই বছর ধরেই স্ত্রী ও সন্তানদের থেকে আলাদা থাকছিলেন তিনি। সম্পর্ক ঠিক করার চেষ্টা ব্যর্থ হওয়ায় অবশেষে বিচ্ছেদের পথেই হাঁটছেন তাঁরা। ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন ফারদিনের প্রত্যাবর্তনের পথে নতুন চ্যালেঞ্জ তৈরি করলো।

উল্লেখ্য, ২০০৫ সালে কিংবদন্তি অভিনেত্রী মুমতাজের কন্যা নাতাশার সঙ্গে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ফিরোজ খানের পুত্র ফারদিন। দুই সন্তানের  জন্মের পর তাঁদের সংসারকে একসময় বলিউডের অন্যতম সুখী পরিবার হিসেবেই দেখা হতো।


বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0