বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

আবারও নায়ক হয়ে ফিরছেন যিশু সেনগুপ্ত

অভিনয়ের পাশাপাশি, যিশু সেনগুপ্ত একজন প্রযোজকও। অভিনেতা সৌরভ দাসকে সঙ্গে নিয়ে তিনি ‘হোয়াই সো সিরিয়াস’ নামে একটি প্রযোজনা সংস্থা খুলেছেন।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: টলিউড অভিনেতা যিশু সেনগুপ্তের নাম শুনলেই দর্শকদের মনে ভেসে ওঠে ছোট পর্দার ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’-এর মুখ। তবে গত কয়েক বছর ধরে তিনি হিন্দি, দক্ষিণী এবং বাংলা সিনেমায় দাপুটে খলনায়ক অথবা গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করেই বেশি প্রশংসিত হয়েছেন। অবশেষে দীর্ঘ বিরতির পর, তিনি আবার ফিরছেন মূল নায়কের ভূমিকায়। শুধু তাই নয়, অভিনেতা সৌরভ দাসকে সঙ্গে নিয়ে তিনি খুলেছেন নিজের প্রযোজনা সংস্থাও, যার ‘মেন্টর’ হিসেবে রয়েছেন বলিউডের কিংবদন্তি পরিচালক মহেশ ভাট!

জানা গেছে, পরিচালক-সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্তের আগামী সিনেমায় যিশু সেনগুপ্তকে মূল নায়কের চরিত্রে দেখা যাবে। ইন্দ্রদীপের সাম্প্রতিক সিনেমা ‘গৃহপ্রবেশ’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। শোনা গিয়েছিল, সেই সিনেমায় জীতু কমলের চরিত্রটির জন্যও পরিচালকের প্রথম পছন্দ ছিলেন যিশু। অবশেষে, তাঁর পরের ছবিতেই ইন্দ্রদীপের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি, যিশু সেনগুপ্ত একজন প্রযোজকও। অভিনেতা সৌরভ দাসকে সঙ্গে নিয়ে তিনি ‘হোয়াই সো সিরিয়াস’ নামে একটি প্রযোজনা সংস্থা খুলেছেন। আর তাঁদের এই নতুন যাত্রার ‘মেন্টর’ বা পথপ্রদর্শক হিসেবে পাশে পেয়েছেন বলিউড পরিচালক মহেশ ভাটকে। গুঞ্জন রয়েছে, যিশু-সৌরভের প্রযোজনাতেই হয়তো দীর্ঘদিন পর আবারও পরিচালনায় ফিরতে পারেন মহেশ ভাট। সব ঠিক থাকলে, আগামী বছর একটি হিন্দি সিনেমা প্রযোজনা দিয়েই খাতা খুলবে তাঁদের সংস্থা।

নায়ক বা প্রযোজকের ভূমিকার বাইরেও, সৃজিত মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে তাঁকে ‘প্রভু নিত্যানন্দ’-এর মতো একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও দেখা যাবে।

সব মিলিয়ে, একদিকে মূল নায়ক হিসেবে ফেরা, অন্যদিকে প্রযোজক হিসেবে বলিউডে পা রাখার পরিকল্পনা— যিশু সেনগুপ্ত তাঁর ক্যারিয়ারের এক নতুন এবং অত্যন্ত শক্তিশালী অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0