এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বিটিএস তারকা জিমিন এবং দক্ষিণ কোরীয় অভিনেত্রী সং দা-ইউনের প্রেমের গুঞ্জন আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। কয়েক মাস আগে সং দা-ইউনের পোস্ট করা একটি টিকটক ভিডিও হুট করেই এই সপ্তাহে নতুন করে ভাইরাল হয়েছে, যা তাঁদের মধ্যকার সম্পর্ক নিয়ে পুরনো জল্পনাকে আরও জোরালো করেছে।
ভাইরাল হওয়া দুই মিনিটের ওই ক্লিপে দেখা যায়, অভিনেত্রী সং দা-ইউন একটি অ্যাপার্টমেন্টের লিফটের সামনে একজন ব্যক্তিকে চমকে দিচ্ছেন। ভিডিওটি দেখে নেটিজেনদের একাংশ দাবি করছেন, ওই ব্যক্তি আর কেউ নন, স্বয়ং বিটিএস তারকা জিমিন এবং অ্যাপার্টমেন্টটিও সিউলে অবস্থিত তাঁরই বাসা। এই ভিডিওর ভিত্তিতেই অনেকে ধারণা করছেন, জিমিন ও সং দা-ইউন হয়তো একসঙ্গেই সময় কাটাচ্ছেন।
২০২২ সাল থেকেই জিমিন এবং সং দা-ইউনকে নিয়ে প্রেমের গুঞ্জন চলছে। গত বছরের মে মাসে সং দা-ইউন ইনস্টাগ্রাম স্টোরিতে জিমিনের সঙ্গে একটি ভিডিও শেয়ার করার পর থেকেই এই গুঞ্জনের শুরু। পরে তিনি জিমিনের নাম লেখা একটি ইয়ারফোনের ছবিও পোস্ট করেছিলেন, যা জল্পনাকে আরও বাড়িয়ে দেয়।
তবে আশ্চর্যের বিষয় হলো, এই দীর্ঘ সময়ে জিমিন বা সং দা-ইউন— কেউই এই গুঞ্জনের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তাঁরা যেমন এই সম্পর্ককে স্বীকার করেননি, তেমনই অস্বীকারও করেননি। সং দা-ইউন এর আগে জানিয়েছিলেন, তিনি বিটিএস ভক্তদের (আর্মি) কাছ থেকে প্রায়শই বিদ্বেষপূর্ণ মন্তব্য পান, কিন্তু জিমিনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে তিনি কিছুই বলেননি।
বিটিএস-এর এজেন্সি, বিগ হিট মিউজিক-ও এই বিষয়ে কোনো মন্তব্য করতে বরাবরই অস্বীকৃতি জানিয়ে আসছে।
এই ধারাবাহিক নীরবতার কারণে, জিমিন এবং সং দা-ইউনের সম্পর্ক কোরীয় পপ ইন্ডাস্ট্রির অন্যতম বড় এক রহস্য হয়েই রয়ে গেছে, যা নতুন নতুন ভিডিও বা ছবির মাধ্যমে বারবার আলোচনায় ফিরে আসে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0