মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

মিশিগানে জেমস আর জায়েদ খানের আড্ডা

জায়েদ খান হাফ প্যান্ট ও গেঞ্জি কোথা থেকে কিনেছেন এ কথাও মজা করে জানতে চেয়েছেন জেমস

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখানকার একটি সংবাদ মাধ্যমের বিনোদন জগত এর প্রতিনিধিত্ব করছেন অভিনেতা। তার সঙ্গে দেখা যায় দেশের জনপ্রিয় সব তারকাদের। আড্ডায় জমে ওঠে জায়েদ খানের অনুষ্ঠানের প্রতি পর্ব।

সম্প্রতি মিশিগানে একটি স্টেজ শো ছিল, সেই শোর শুরু থেকে শেষ পর্যন্ত জেমসের সঙ্গে ছিলেন জায়েদ খান। ফেসবুকে সেই অভিজ্ঞতা শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন অভিনেতা।

জায়েদ খান লিখেছেন, ‘আপনার সাথে আড্ডা দিতে গিয়ে সময় যে কখন চলে যায় টেরই পাইনা। আপনার আদর, স্নেহ,শাসন আমাকে গভীরভাবে আবেগপ্রবণ করে তোলে।

আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়া সবসময়।

জায়েদ খানকে জেমস কতটা পছন্দ করেন সে কথা আয়োজক শুভ কামালের কথাতেও স্পষ্ট। জায়েদ খান হাফ প্যান্ট ও গেঞ্জি কোথা থেকে কিনেছেন এ কথাও মজা করে জানতে চেয়েছেন জেমস।

শুভ কামাল বলেন, ‘জায়েদ খান ভাই থাকলে যেকোন আড্ডা জমতে বাধ্য। গুরুও (জেমস) কিন্তু জায়েদ খানকে পছন্দ করেন। তার হাফ প্যান্ট আর গেঞ্জি কোথা থেকে কিনেছেন জিজ্ঞেস করে মজা নিলেন। তারা চুটিয়ে আড্ডা দিয়েছেন। জায়েদ খান পরে আমাকে বললেন- দেখেছেন গুরু আমাকে যেমন আদর করেন, আর কোনও শিল্পী পাবেন না যার সাথে গুরু এমন আপন ভাবে কথা বলেন।’

মিশিগানের এই শোতে অংশ নিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী চিত্রনায়িকা দীঘি।



বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0