বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

বচ্চন পরিবারের বউ-শাশুড়ির যুদ্ধ কি তবে শেষ?

“আমি মনে করি অসাধারণ সিদ্ধান্ত। ও (ঐশ্বরিয়া) খুব ভালো। আমি ওকে ভালোবাসি। আমি ওকে সবসময় ভালোবাসি।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বেশ কিছুদিন ধরেই বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে। আর এর কারণ হিসেবে বারবার সামনে এসেছে শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার শীতল সম্পর্কের কথা। কিন্তু এবার সব জল্পনায় জল ঢেলে, পুত্রবধূকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন জয়া বচ্চন। সম্প্রতি করণ জোহরের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি ঐশ্বরিয়াকে নিয়ে এমন কিছু কথা বলেছেন, যা শুনে অনেকেই অবাক হয়েছেন।

ঐশ্বরিয়ার প্রশংসায় যা বললেন জয়া: তারকাদের ব্যক্তিগত জীবনের হাঁড়ির খবর বের করতে করণ জোহরের জুড়ি নেই। তিনিই জয়া বচ্চনকে জিজ্ঞাসা করেন, বচ্চন পরিবারের পুত্রবধূ হিসেবে ঐশ্বরিয়া কি সঠিক ছিলেন? সাধারণত কড়া মেজাজের জন্য পরিচিত জয়া উত্তরে বলেন, “আমি মনে করি অসাধারণ সিদ্ধান্ত। ও (ঐশ্বরিয়া) খুব ভালো। আমি ওকে ভালোবাসি। আমি ওকে সবসময় ভালোবাসি।”

তিনি আরও যোগ করেন, “ঐশ্বরিয়া নিজেও একজন সফল তারকা। কিন্তু আমরা যখন একসঙ্গে থাকি তখন ও নিজেকে জাহির করার চেষ্টা করে না। আমি ওর গুণের প্রশংসা করি। পরিবারের সকলের পাশে থাকে। ও জানে কে পারিবারিক বন্ধু আর কে নয়।” জয়া মনে করেন, অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়াকে বেশ মানানসই।

গুঞ্জনের অবসান? শোনা গিয়েছিল, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে বিবাদের জেরেই নাকি সংসারে অশান্তি এবং অভিষেক-ঐশ্বরিয়ার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু করণের শো-তে জয়ার এই মিষ্টি কথায় নেটিজেনদের ধারণা, এবার বুঝি বচ্চন পরিবারের সেই বহুচর্চিত ‘বউ-শাশুড়ির যুদ্ধ’ মিটেই গেল। জয়ার এই অকপট প্রশংসা একদিকে যেমন বিচ্ছেদের গুঞ্জনকে অনেকটাই স্তিমিত করে দিয়েছে, তেমনই অন্যদিকে তাঁদের পারিবারিক সম্পর্কের এক নতুন, ইতিবাচক দিক তুলে ধরেছে।


বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0