বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ইমন চৌধুরীর ‘বাজি’ দিয়েই কি ফিরছে কোক স্টুডিও?

“যদি থাকেন রাজি? ধরবেন নাকি বাজি? কোক স্টুডিও বাংলার পরের গান আসবে কবে? পরশু, তরশু নাকি আজি?”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ‘অবাক ভালোবাসা’র পর কেটে গেছে এক বছরেরও বেশি সময়। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও নতুন গান নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা। বুধবার (২০ আগস্ট) রাতে প্ল্যাটফর্মটির মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণব, এক রহস্যময় ফেসবুক পোস্টের মাধ্যমে নতুন গান আসার ইঙ্গিত দিয়েছেন, যা নিয়ে শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও উন্মাদনা।

অর্ণব তাঁর ফেসবুক পোস্টে একটি ছড়ার আকারে লেখেন, “যদি থাকেন রাজি? ধরবেন নাকি বাজি? কোক স্টুডিও বাংলার পরের গান আসবে কবে? পরশু, তরশু নাকি আজি?”

তাঁর এই পোস্টের পরই ভক্তরা মন্তব্য করে জানান, তাঁরা ‘আজই’ নতুন গান চান। অর্ণব পরবর্তীতে গণমাধ্যমকে জানান, এটি কোনো নতুন সিজন নয়, বরং তৃতীয় সিজনের রেকর্ড করে রাখা বাকি ৯-১০টি গানই পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

তবে অর্ণবের এই ধাঁধার সবচেয়ে বড় সূত্রটি দিয়েছেন সংগীত পরিচালক ইমন চৌধুরী। একটি সূত্র থেকে জানা গিয়েছিল, এবারের গানটির শিরোনাম হতে পারে ‘বাজি’ এবং এটি ইমন চৌধুরীর প্রযোজনা। সেই গুঞ্জনকে আরও উস্কে দিয়ে, ইমন চৌধুরী অর্ণবের পোস্টটি নিজের ওয়ালে শেয়ার করে ক্যাপশনে লেখেন— “বাজি ধরতে রাজি”। দুজনের এই পোস্ট চালাচালিতে এটা প্রায় নিশ্চিত যে, ইমন চৌধুরীর ‘বাজি’ দিয়েই ফিরছে কোক স্টুডিও বাংলা।

২০২৪ সালের ১৩ এপ্রিল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন শুরু হয়েছিল, কিন্তু মাত্র ৩টি গান প্রকাশের পরই তা থেমে যায়। এই সিজনে সংগীত প্রযোজক হিসেবে অর্ণব ও ইমনের পাশাপাশি আরও আছেন প্রীতম হাসান এবং শুভেন্দু দাশ শুভ। শোনা যাচ্ছে, এই মৌসুমের বাকি গানগুলোতে প্রথমবারের মতো হাবিব ওয়াহিদের মতো জনপ্রিয় শিল্পীর কণ্ঠও শোনা যেতে পারে।

সব মিলিয়ে, কোক স্টুডিও বাংলার এই প্রত্যাবর্তনকে ঘিরে শ্রোতাদের প্রত্যাশা এখন তুঙ্গে।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0