বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

এষাকে ভুলে নতুন করে ঘর বাঁধছেন ভরত?

মেঘনা লাখানি তালরেজার ইনস্টাগ্রাম বায়ো অনুযায়ী, তিনি একজন সফল উদ্যোক্তা। তিনি ‘ওয়ান মডার্ন ওয়ার্ল্ড’ নামে একটি সংস্থার প্রতিষ্ঠাতা, যা সংযুক্ত আরব আমিরাতে পরিবেশগত পরিষেবা প্রদান করে। এ ছাড়াও তিনি আরও দুটি স্টার্টআপের প্রতিষ্ঠাতা।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বলিউড অভিনেত্রী এষা দেওলের সঙ্গে বিচ্ছেদের কয়েক মাস কাটতে না কাটতেই, নতুন করে প্রেমে মজেছেন তাঁর প্রাক্তন স্বামী, ব্যবসায়ী ভরত তখতানি। সম্প্রতি তিনি তাঁর নতুন প্রেমিকা, মেঘনা লাখানি তালরেজার সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে নিজেদের সম্পর্কের কথা একপ্রকার প্রকাশ্যেই আনলেন। ভরত তাঁর পোস্টে লিখেছেন, “আমার পরিবারে স্বাগত”, সঙ্গে দিয়েছেন একটি লাল হৃদয়ের ইমোজি।

ভরতের এই পোস্টের পরেই, মেঘনাও নিজের ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে লেখেন, “আমাদের যাত্রা এখান থেকে শুরু”। তাঁদের এই যুগল পোস্টে সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।

মেঘনা লাখানি তালরেজার ইনস্টাগ্রাম বায়ো অনুযায়ী, তিনি একজন সফল উদ্যোক্তা। তিনি ‘ওয়ান মডার্ন ওয়ার্ল্ড’ নামে একটি সংস্থার প্রতিষ্ঠাতা, যা সংযুক্ত আরব আমিরাতে পরিবেশগত পরিষেবা প্রদান করে। এ ছাড়াও তিনি আরও দুটি স্টার্টআপের প্রতিষ্ঠাতা।

নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া: এই নতুন সম্পর্কের খবরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

কেউ লিখেছেন, “ভরত নতুন প্রেমে পড়েছেন, অভিনন্দন!”

আবার অনেকেই সমালোচনা করে লিখেছেন, “স্ত্রী ও সন্তানকে ছেড়ে নতুন সম্পর্ক, কেমন তীব্র পরিবর্তন!”

উল্লেখ্য, এষা দেওল এবং ভরত তখতানির দুই কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের পর এত দ্রুত ভরতের জীবনে নতুন নারীর আগমন অনেককেই অবাক করেছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত এষা দেওলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।

বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0