এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ক্রিকেটার শুভমান গিল কিংবা অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা— যাঁদের সঙ্গেই তাঁর প্রেমের গুঞ্জন শোনা যাক না কেন, শাহরুখ-কন্যা সুহানা খানের মন পড়ে আছে সাত সমুদ্র তেরো নদীর পারে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুহানা জানিয়েছেন, তিনি যদি কারও সঙ্গে ডেটে যেতে চান, তবে তিনি হবেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপগায়ক ও অভিনেতা কিম জুন-মিয়ন, যিনি সাহু (Suho) নামেই বেশি পরিচিত।
তবে সুহানার প্রেম বা ডেটিং-এর পথটি মোটেও সহজ নয়। কারণ, বাবা শাহরুখ খান মেয়ের প্রেমের ব্যাপারে ভীষণ কড়া। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে তিনি একবার বলেছিলেন, “যদি কেউ তার রাজকন্যা সুহানার ঠোঁটে চুমু খেতে চায়, তখন তিনি সেই ঠোঁট উপড়ে ফেলবেন।” তিনি আরও মজা করে বলেন, মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসে, তাহলে তিনি বলবেন, “এই ছেলেটিকে এখনই তোমার জীবন থেকে লাথি মারো। কারণ ও তোমার উপযুক্ত নয়।” এমনকি ‘ রাহুল’ এবং ‘রাজ’ নামের ছেলেদের থেকেও মেয়েকে দূরে থাকতে বলেছেন তিনি।
বাবার এমন কড়া শাসনের পরেও, সুহানার নাম জড়িয়েছে একাধিক তারকার সঙ্গে। একটা সময় অভিনেতা চাঙ্কি পান্ডের ছেলে আহান পান্ডের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছিল তুঙ্গে। শোনা যায়, আহানের পর তাঁর মন জয় করেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, যিনি ‘দ্য আর্চিস’ সিনেমায় তাঁর সহ-অভিনেতা ছিলেন। এ ছাড়া, ক্রিকেটার শুভমান গিলের সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল।
তবে সব গুঞ্জনকে পেছনে ফেলে, সুহানা এবার নিজের পছন্দের কথা জানিয়ে দিলেন। বলিউড বা ক্রিকেট নয়, তাঁর মন মজেছে কোরীয় পপস্টারের প্রতি। শাহরুখ খানের ‘রাজকন্যা’ শেষ পর্যন্ত কার হাত ধরেন, সেটাই এখন দেখার বিষয়।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0